কলকাতা কথকতা
তিহার জেলেই অনুব্রত, চারটি ব্যাগের কী হবে!
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৪:৫৮ অপরাহ্ন
নয়াদিল্লির রাউলস অ্যাভিনিউ কোর্ট মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট- ইডির আবেদনে সাড়া দিয়ে অনুব্রত মন্ডলের তিহার জেলাযাত্রার অনুমোদন দিলো। ১১ দিনের জেল হেফাজত হয়েছে অনুব্রতর। জেলে যাওয়ার আগে অনুব্রত তার চারটি ব্যাগ সঙ্গে নিয়ে যেতে চান। একটিতে তার জামাকাপড়, একটিতে বইপত্র আর অন্য দুটিতে অনুসাঙ্গিক সম্পত্তি আছে। কিন্তু, বিচারক নবীন সিং অনুব্রতকে সঙ্গে করে কিছু নিয়ে যেতে নিষেধ করেন।
এমনকি জুতো, জামাকাপড় সব রেখে অনুব্রতকে কয়েদিদের পোশাক পরতে হবে। বিচারক নবীন সিং তার চেম্বারে অনুব্রতর আইনজীবী, ইডির আইনজীবী এবং স্বয়ং অনুব্রতর উপস্থিতিতে এই রায় দেন। অনুব্রতর রায়টি হয় বিকেল সাড়ে ৩টা নাগাদ। তার আগে ইডি তাকে পুরো জেরা করে। অনুব্রতর তিহার যাত্রার দিনে দল যে তার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে তা বোঝা যায় দলের মুখপাত্র শশী পাঁজার কথায়। শশী পাঁজা বলেন, দল কাউকে দুর্নীতি করতে বলেনি। তাই দল কারও দুর্নীতির দায় নেবে না।
।