বিনোদন
বিকল্প পথ খুঁজেছিলেন কঙ্গনা
বিনোদন ডেস্ক
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার
বলিউডে ‘ঠোঁটকাটা’ হিসেবে পরিচিত কঙ্গনা রানাউত। অন্য তারকাদের নিয়ে নানা ধরনের মন্তব্যের কারণে আলোচিত-সমালোচিতও কম হননি তিনি। সে কারণে অন্য তারকাদের মতো সিনেমার প্রস্তাব পান না তিনি, এ কথা নিজেই একাধিকবার জানিয়েছেন এই নায়িকা। আর করোনার সময়ে সিনেমা ইন্ডাস্ট্রি বন্ধের উপক্রম হওয়ায় উপার্জনের জন্য বিকল্প পথ খুঁজেছিলেন কঙ্গনা। বর্তমানে মুম্বইয়ে বসবাস করলেও হিমাচল প্রদেশের মানালিতে বিলাসবহুল পৈতৃক বাড়ি রয়েছে তার। মহামারির সময়ে সেখানেই ছিলেন এই অভিনেত্রী। তাই সেখানেই একটি রেস্তরাঁ খোলার পরিকল্পনা করেছিলেন। তবে আর্থিক টানাপড়েনের কারণেই সেই ভাবনা শেষপর্যন্ত রূপায়িত করতে পারেননি বলে জানিয়েছেন কঙ্গনা। সামাজিক মাধ্যমে বিষয়টি শেয়ার করে তিনি বলেন, রান্না করতে আমার খুব ভালো লাগে। গত বছরই পাহাড়ে আমার রেস্তরাঁ খোলার কথা ছিল।