কলকাতা কথকতা
মোহনবাগান সমর্থকদের ৫০ লাখ টাকা দিলেন মমতা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ২০ মার্চ ২০২৩, সোমবার, ৩:৫৫ অপরাহ্ন
সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোহনবাগান মাঠে বিজয় উৎসবে শামিল হলেন। শনিবার গোয়ার মাঠে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ফুটবলে ভারতসেরা হয়েছে মোহনবাগান। তারই বিজয় উৎসব ছিল সোমবার দুপুরে ক্লাব তাঁবুতে। হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস আদ্যন্ত মোহনবাগান সমর্থক। গোয়ার মাঠেও হাজির ছিলেন। বিজয়ী মোহনবাগান ফুটবলারদের নিয়ে হইচই ছিল। আরও উৎসাহ দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছাতেই। মমতা নিজেও ফুটবল অনুরাগী। একসময় বাবা প্রমিলেশ্বর ব্যানার্জির কালীঘাট মিলন সংঘ চালাতেন মমতা।
বিজ্ঞাপন