কলকাতা কথকতা
কলকাতা কথকতা
হ্যালো, আমি মমতা বন্দোপাধ্যায় বলছি...
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১৯ মার্চ ২০২৩, রবিবার, ৬:৪৮ অপরাহ্ন
এই কণ্ঠস্বর অতীব চেনা। ভুলচুক হওয়ার কোনও অবকাশ নেই। মুর্শিদাবাদ জেলার তৃণমূল কর্তারা চিনতে ভুল করেননি তৃণমূল সুপ্রিমোর গলার স্বর.... হ্যালো, আমি মমতা বন্দোপাধ্যায় বলছি। রবিবার দুপুরে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বকে ফোন করে মমতা বলেন, সাগরদীঘির ফল নিয়ে ভাবার কিছু নেই। ওখানে অনৈতিক ভোট হয়েছে। যদি জোর করে ভোট হয় তাহলে আপনারা থানায় অভিযোগ করুন। তবে, বিচ্ছিন্ন ঘটনা। এক-আধবারই এরকম হতে পারে। আপনারা মানুষের কাছে যান। বিনীতভাবে সব বুঝিয়ে বলুন।
শুক্রবার কালীঘাটের বাড়িতে মমতা তৃণমূলের দলীয় বৈঠকে ঘোষণা করেছিলেন, তিনি নিজে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। মমতা মুর্শিদাবাদের নেতৃত্বকে রবিবার দুপুরে জানিয়ে দিয়েছেন যে, উচ্চমাধ্যমিক পরীক্ষার পর তিনি মুর্শিদাবাদ যাবেন। মানুষের অভাব-অভিযোগের কথা শুনবেন। মমতা এদিন জেলা নেতৃত্বকে বলেন, জাকির হোসেন, আবু তাহের এবং খলিলুর রহমানকে নিয়ে একটি কমিটি গড়ে সাগরদীঘি নিয়ে তদন্ত করে একটি রিপোর্ট দেয়ার জন্য। মুর্শিদাবাদের জেলা নেতৃত্ব প্রথমে মমতার ফোন পেয়ে হকচকিয়ে গেলেও দিদির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে জানিয়েছে। মমতা রবিবার দুপুরের এই ঘটনার মধ্যে প্রমাণ করলেন অন্যের হাতে আর তিনি তামাক খেতে চাইছেন না- নিজে সরাসরি যোগাযোগ করবেন জেলার সঙ্গে।