শিক্ষাঙ্গন
গুচ্ছ ভর্তিতে যাবে না ইসলামী বিশ্ববিদ্যালয়
ইবি প্রতিনিধি
(২ বছর আগে) ১৯ মার্চ ২০২৩, রবিবার, ৩:৪৮ অপরাহ্ন

গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। রোববার বিশ্ববিদ্যালয়ের ১২৫তম একাডেমিক কাউন্সিলের (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একাডেমিক কাউন্সিলের সভায় সব সদস্য গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের পক্ষে মত দেন। সবার মতামতের ভিত্তিতে গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হয়। ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ২০শে মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভায় এ সিদ্ধান্ত উপস্থাপন করবেন এবং সভার পরে পরবর্তী কার্যক্রম শুরু করবেন। এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম, বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ ও সাদ দল এবং জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন গ্রীন ফোরামের সঙ্গে পৃথকভাবে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলোচনায় শিক্ষক সংগঠনগুলো গুচ্ছের বিপক্ষে মত দেন। এছাড়া রোববার সকালে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।