ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

কলকাতা কথকতা

অসুস্থ অনুব্রত, ইডির কপালে চিন্তার ভাঁজ

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(৩ দিন আগে) ১৯ মার্চ ২০২৩, রবিবার, ১২:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২৫ পূর্বাহ্ন

mzamin

যতই অনুব্রত মন্ডলকে ঘিরে ফেলার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ততোই যেন সংকট তৈরি হচ্ছে। দিল্লিতে ইডির হেফাজতে থাকা অনুব্রত মন্ডল অসুস্থ হয়ে পড়েন শনিবার রাতে। সঙ্গে সঙ্গে চিকিৎসক ছুটে আসেন। অনুব্রত মন্ডলের আইনজীবী সম্প্রীক্তা ঘোষাল জানিয়েছেন, টানা জেরায় তার মক্কেল অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ক্রনিক ডায়াবেটিসের রোগী। বুকেও ব্যথা অনুভব করছেন। ইডি কর্তারা পড়েছেন মহাফাপরে। তারা গরু পাচার তদন্তে তলব করেছে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, সুতির বিধায়ক ইমানি বিশ্বাসকে। দিল্লি পৌঁছাচ্ছেন তৃণমূল ছাত্রনেতা কৃপাময় ঘোষ, অনুব্রত কন্যা সুকন্যা। এদের সবাইকে পাশে বসিয়ে অনুব্রতকে জেরা করার কথা।

বিজ্ঞাপন
অনুব্রতর খাস পরিচারক বিজয় রজককে ইতিমধ্যেই জেরা করেছে ইডি। কিন্তু এখন দিল্লিতে অনুব্রতকে ইনার সার্কলের সঙ্গে বসিয়ে জেরা করার যে পরিকল্পনা করা হচ্ছে, তার অসুস্থতার জন্য তা ভেস্তে যায় কিনা সেটাই ইডির মাথাব্যথার কারণ। ইডি শেষ পর্যন্ত নিজস্ব চিকিৎসক দিয়ে অনুব্রতকে পরীক্ষা করাতে পারে। অনুব্রতর হেফাজত ২১ মার্চ শেষ হচ্ছে বলে আদালতের নির্দেশ রয়েছে।

পাঠকের মতামত

মানসিক চাপ মানব দেহে ক্ষতিকর হরমোন নিঃসরণ ত্বরান্বিত করে । তাতে মানুষ দ্রুত অসুস্থ হয়, মৃত্যু ও হতে পারে । অপরদিকে মানসিক প্রশান্তি, সোহাগ, ভালোবাসা, আদর মানব দেহে উপকারি হরমোন নিঃসরণ করে শরীরকে সুস্থ করে । বড়দের আদর মাথায় হাত ভোলানোর সময় শরীরে যে অনুভূতি হয় তাতেই হরমোন নিঃসরণ ঘটে । অনুব্রতর উপর ইডির মাত্রাতিরিক্ত চাপ তার আয়ু ক্ষয় করছে । মোদি সরকার ক্ষমতায় আসার আগে গরু বিক্রি হত বাংলাদেশে ও পাকিস্তানে । নিষিদ্ধ না হলে এখন ও গরু বিক্রি বা রপ্তানি বেআইনি হত না। তাই গরু নিয়ে বেশি বাড়াবাড়ি কি খুবই দরকার ।

Kazi
১৯ মার্চ ২০২৩, রবিবার, ১:২৯ পূর্বাহ্ন

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status