কলকাতা কথকতা
অসুস্থ অনুব্রত, ইডির কপালে চিন্তার ভাঁজ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১৯ মার্চ ২০২৩, রবিবার, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৫ পূর্বাহ্ন

যতই অনুব্রত মন্ডলকে ঘিরে ফেলার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ততোই যেন সংকট তৈরি হচ্ছে। দিল্লিতে ইডির হেফাজতে থাকা অনুব্রত মন্ডল অসুস্থ হয়ে পড়েন শনিবার রাতে। সঙ্গে সঙ্গে চিকিৎসক ছুটে আসেন। অনুব্রত মন্ডলের আইনজীবী সম্প্রীক্তা ঘোষাল জানিয়েছেন, টানা জেরায় তার মক্কেল অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ক্রনিক ডায়াবেটিসের রোগী। বুকেও ব্যথা অনুভব করছেন। ইডি কর্তারা পড়েছেন মহাফাপরে। তারা গরু পাচার তদন্তে তলব করেছে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, সুতির বিধায়ক ইমানি বিশ্বাসকে। দিল্লি পৌঁছাচ্ছেন তৃণমূল ছাত্রনেতা কৃপাময় ঘোষ, অনুব্রত কন্যা সুকন্যা। এদের সবাইকে পাশে বসিয়ে অনুব্রতকে জেরা করার কথা। অনুব্রতর খাস পরিচারক বিজয় রজককে ইতিমধ্যেই জেরা করেছে ইডি। কিন্তু এখন দিল্লিতে অনুব্রতকে ইনার সার্কলের সঙ্গে বসিয়ে জেরা করার যে পরিকল্পনা করা হচ্ছে, তার অসুস্থতার জন্য তা ভেস্তে যায় কিনা সেটাই ইডির মাথাব্যথার কারণ। ইডি শেষ পর্যন্ত নিজস্ব চিকিৎসক দিয়ে অনুব্রতকে পরীক্ষা করাতে পারে। অনুব্রতর হেফাজত ২১ মার্চ শেষ হচ্ছে বলে আদালতের নির্দেশ রয়েছে।