কলকাতা কথকতা
ভারতসেরা হলো এটিকে মোহনবাগান, টাইব্রেকারে হারালো বেঙ্গালুরু এফসিকে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ সপ্তাহ আগে) ১৮ মার্চ ২০২৩, শনিবার, ১১:৩১ অপরাহ্ন
ভারতীয় সেনা ৯ ডিসেম্বর ১৯৬১ সালে গোয়া জয় করেছিল। আর ৬৪ বছর পর সেই গোয়ায় বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে এটিকে মোহনবাগান ভারত সেরা হলো। নির্ধারিত এবং অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিট লড়াইয়ের পর ফাইনালের ফল ২-২ থাকার পর টাইব্রেকার অবলম্বন করা হয়। টাই ব্রেকারে মোহনবাগান খেলোয়াড়রা গোল করায় অভ্রান্ত ছিলেন। ডিকস্টার শট মোহনবাগান গোলকিপার বিশাল কাইত আটকে দেয়ায় বেঙ্গালুরুর কফিনে পেরেক পড়ে যায়। মূল ম্যাচের ৪ গোলের ৩ আসে পেনাল্টি থেকে। মোহনবাগানের পেট্রাটজ দুটি গোল করেন, বেঙ্গালুরুর প্রথম গোল শোধ করেন পেনাল্টি থেকে সুনীল ছেত্রী। রয় কৃষ্ণ আর একটি গোল করেন হেডের মাধ্যমে। গোয়ায় ভারতের সেরা পেশাদার ফুটবল লিগের ফাইনালটি রুদ্ধশ্বাস এবং রোমাঞ্চকর হয়। ম্যাচের সেরা হন দিমিত্রিজ পেট্রাটজ।