ঢাকা, ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৭ রমজান ১৪৪৪ হিঃ

বিনোদন

২২শে মার্চ আসছে ওয়ারফেইজের ‘মা’

স্টাফ রিপোর্টার
১৯ মার্চ ২০২৩, রবিবারmzamin

দেশের জনপ্রিয় হার্ডরক ব্যান্ড ‘ওয়ারফেইজ’। দীর্ঘদিন পর তারা নতুন গান প্রকাশ করতে যাচ্ছে। স্বাধীনতার এ মাসেই প্রকাশিতব্য গানটির শিরোনাম ‘মা’। গানটির গীতিকার দেশবরেণ্য গীতিকার মুক্তিযোদ্ধা নঈম গহর। কণ্ঠ ও সুর বাবনা করিম। গানটি প্রযোজনা, সংগীতায়োজন ও পরিবেশনায় আছে ওয়ারফেইজ। গানটি প্রকাশ করবে রেকর্ড লেবেল-লয় রেকর্ডস। গানটি নিয়ে ওয়ারফেইজের দলনেতা শেখ মনিরুল আলম টিপু বলেন, আমরা গত বছর বলেছিলাম, ২০২৩ থেকে প্রতিনিয়ত গান রিলিজ করতে থাকবো। সেই কথা  অনুযায়ী আমরা একটা গান রিলিজ করছি। যদিও গত বছর অক্টোবরে আমাদের ‘মায়া’ গানটি গানঅ্যাপের মাধ্যমে রিলিজ করেছিলাম।

বিজ্ঞাপন
এর পর এখন আমাদের এই নতুন গানটা প্রকাশ হচ্ছে, এটি প্রকাশের কথা ছিল জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। কিন্তু মার্চ যেহেতু স্বাধীনতার মাস, তাই মার্চ মাসেই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। এই গানটির জন্য ওয়ারফেইজের সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। আশা করছি গানটি আপনাদের কাছে ভালো লাগবে। জানা গেছে, ‘মা’ গানটি অফিসিয়ালি আগামী ২২শে মার্চ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ইউটিউবে প্রকাশ হবে।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status