বিনোদন
২২শে মার্চ আসছে ওয়ারফেইজের ‘মা’
স্টাফ রিপোর্টার
১৯ মার্চ ২০২৩, রবিবার
দেশের জনপ্রিয় হার্ডরক ব্যান্ড ‘ওয়ারফেইজ’। দীর্ঘদিন পর তারা নতুন গান প্রকাশ করতে যাচ্ছে। স্বাধীনতার এ মাসেই প্রকাশিতব্য গানটির শিরোনাম ‘মা’। গানটির গীতিকার দেশবরেণ্য গীতিকার মুক্তিযোদ্ধা নঈম গহর। কণ্ঠ ও সুর বাবনা করিম। গানটি প্রযোজনা, সংগীতায়োজন ও পরিবেশনায় আছে ওয়ারফেইজ। গানটি প্রকাশ করবে রেকর্ড লেবেল-লয় রেকর্ডস। গানটি নিয়ে ওয়ারফেইজের দলনেতা শেখ মনিরুল আলম টিপু বলেন, আমরা গত বছর বলেছিলাম, ২০২৩ থেকে প্রতিনিয়ত গান রিলিজ করতে থাকবো। সেই কথা অনুযায়ী আমরা একটা গান রিলিজ করছি। যদিও গত বছর অক্টোবরে আমাদের ‘মায়া’ গানটি গানঅ্যাপের মাধ্যমে রিলিজ করেছিলাম।
বিজ্ঞাপন