ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

বাংলারজমিন

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিনে নৌকার আদলে কেক, মোটর শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১৯ মার্চ ২০২৩, রবিবারmzamin

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাঁকজমকপূর্ণভাবে উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে মোটর সাইকেল শোভাযাত্রা, নৌকার আদলে কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও আতশবাজির আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং জাংগালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ) গভর্নিং বডির সভাপতি আলহাজ মো. মকবুল হোসেন।  গত শুক্রবার বিকালে জাংগালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রায় এক হাজার মোটরসাইকেলের একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠান প্রাঙ্গণে তৈরি করা মঞ্চে নৌকার আদলে তৈরি ১০৩ পাউন্ডের একটি বিশাল কেক কাটা হয়। প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল। এ সময় আলহাজ মো. মকবুল হোসেন ছাড়াও জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা ইসলাম সুইটি, পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একেএম ফজলুল হক বাচ্চু, ভিপি আব্দুল হাকিম, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু জাফর মো. আকরাম উদ্দিন প্রমুখ কেক কাটায় অংশ নেন। কেক কাটা শেষে সন্ধ্যায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে বর্ণাঢ্য আতশবাজির মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status