বাংলারজমিন
পাকুন্দিয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
১৯ মার্চ ২০২৩, রবিবার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে একটি বসতঘর। গত শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে পৌর সদরের আনোয়ার খালী গ্রামের হাকিম উদ্দিন (৪০) এর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। হাকিম পেশায় একজন ঠেলাগাড়ি চালক। জানা গেছে, আনোয়ার খালী গ্রামের হাকিম উদ্দিন ও তার স্ত্রী প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত সোয়া ৩টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখেন বসতঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন তিনি দিশাহারা হয়ে আশপাশের লোকজনকে ডাকা ডাকি শুরু করেন। এ সময় আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধা ঘণ্টার চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে বসতঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা, সোনার গহনা, ফ্রিজ, টিভি, আলমারীসহ সকল আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের পাকুন্দিয়া স্টেশনের কর্মকর্তা মো. মজিবুর রহমান। ভুক্তভোগী হাকিম উদ্দিন জানান, ঘরে থাকা সব কিছু পুড়ে গেছে। এ ক্ষতি কেমনে পুষবে ভেবে পাচ্ছি না। আমি নিঃস্ব হয়ে গেছি। পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হবে। এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারিভাবে সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন।