ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বিজিবি-মাদক কারবারি গোলাগুলি

২ লাখ ইয়াবা ফেলে মিয়ানমার সীমান্তে পালালো পাচারকারীরা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, রবিবারmzamin

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদক কারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাদক কারবারি চক্রের সদস্যরা মিয়ানমার সীমান্তে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বস্তাভর্তি ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গত শুক্রবার দিনগত রাত ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি জানান, শুক্রবার রাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপজেলার হ্নীলা বিওপি’র টহল দল কাষ্টমস্‌ ঘাট এলাকার শ্মশান ঘাটে টহলদানকালে একটি কাঠের নৌকাযোগে ৩-৪ জন ব্যক্তি এসে নৌকা থেকে বস্তা নামাতে দেখে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। বিজিবি’র সংকেত উপেক্ষা করে নৌকাসহ মাদক পাচারকারীরা মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করলে বিজিবি জওয়ানেরা ৪ রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় মাদক কারবারিরাও বিজিবি জওয়ানদের লক্ষ্য করে ৪-৫ রাউন্ড পাল্টা গুলি চালিয়ে মিয়ানমারের নাগাকুরা দ্বীপে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। ওই বস্তার ভেতরে ২ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status