বাংলারজমিন
ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনে চলছে পাঠদান
মোরশেদ আলম, চাঁদপুর থেকে
১৯ মার্চ ২০২৩, রবিবারচাঁদপুরে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনে চলছে পাঠদান। এমন ঝুঁকিপূর্ণ ভবনেই অমানবিকভাবে চলছে কমলমতি শিশুদের শিক্ষা কার্যক্রম। আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা ও অভিভাবকরা। অথচ এ বিষয়ে কর্তৃপক্ষ যেন একেবারেই নির্বিকার। ২০১৭ সালে নতুন ভবনের জন্য বরাদ্দ আসে। কিন্তু বিদ্যালয়ের ভূমির দু’টি অংশ দুই মৌজার হওয়ায় সে কাজটি আটকে যায়। সরজমিনে গিয়ে জানা যায়, চাঁদপুর সদরের ১৬২নং নিজ গাছতলা সপ্রাবি। দূর থেকে দেখণে বোঝার উপায় থাকে না, এটি কোন সরকারি প্রাথমিক বিদ্যালয়। কাছে গেলে চোখে পড়ে, খসে পড়া দেয়ালের পলেস্তারে বেড়ে উঠছে লতাপাতার পরগাছা। আরসিসি পিলার ও গ্রেট বিমগুলোতে বিস্তৃত ফাটল।
বিজ্ঞাপন