কলকাতা কথকতা
চায়ের খরচ মাসে ৩৫ হাজার টাকা, বিপাকে পুর অফিসার
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১৮ মার্চ ২০২৩, শনিবার, ৬:১১ অপরাহ্ন
বিজেপি নেতা জিতেন তেওয়ারি কম্বলকাণ্ডে দিল্লিতে পশ্চিমবঙ্গ পুলিশ দ্বারা গ্রেপ্তার হওয়ার কয়েক ঘন্টার মধ্যে বোমা ফাটিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। শনিবার বিকেলে তিনি কর্পোরেশনের লিগ্যাল অফিসার মোহাম্মদ আনসারির মাসে চা খাওয়ার বিল পেশ করে জানিয়েছেন যে, আনসারি সাহেবের পিছনে চায়ে খরচ হয় মাসে ৩৫ হাজার টাকা। যেখানে টাকার অভাবে কর্পোরেশনে ৩০ হাজার কর্মী প্রয়োজন থাকলেও তা নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না। কর্পোরেশনে নানা উন্নয়নমূলক কাজ টাকার অভাবে বন্ধ - সেখানে এই চা বিলাসিতা কেন?
তৃণমূল পরিচালনাধীন পুর সভায় মেয়র ববি হাকিম কীভাবে এই অনুমোদন দিচ্ছেন তাই নিয়ে প্রশ্ন তুলেছেন সজল। এই আনসারি সাহেব পুরসভার লিগ্যাল অফিসার। তিনি আরও পাঁচটি সরকারি অফিসের লিগ্যাল অফিসার। তার বেআইনি কাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন সজল ঘোষ।