বিনোদন
দীর্ঘদিন পর
স্টাফ রিপোর্টার
১৮ মার্চ ২০২৩, শনিবার
দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে মুক্তি পেলো জনপ্রিয় নায়ক রিয়াজ অভিনীত ছবি। গতকাল এটি মুক্তি পেলো প্রেক্ষাগৃহে। ছবির নাম ‘রেডিও’। পরিচালনা করেছেন অনন্য মামুন। দেশের ৭টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। হলগুলো হলো- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (পুরান ঢাকা), উলকা (গাজীপুর), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মধুবন (বগুড়া) ও সিলভার স্ক্রিন (চট্টগ্রাম)। এ ছবিটি কিছুদিন আগে টিভিতে দেখানো হয়েছে। এরপর সিনেমা হলে এলো। এর কারণ সম্পর্কে পরিচালক অনন্য মামুন বলেন, মুক্তিযুদ্ধের গল্পে এ বছর যত সিনেমা মুক্তি পেয়েছে, একটাও সাফল্য পায়নি। আমরা তো অনুদানের অর্থে নয়, নিজেদের টাকায় সিনেমা বানিয়েছি।
বিজ্ঞাপন