ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

দীর্ঘদিন পর

স্টাফ রিপোর্টার
১৮ মার্চ ২০২৩, শনিবার
mzamin

দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে মুক্তি পেলো জনপ্রিয় নায়ক রিয়াজ অভিনীত ছবি। গতকাল এটি মুক্তি পেলো প্রেক্ষাগৃহে। ছবির নাম ‘রেডিও’।  পরিচালনা করেছেন অনন্য মামুন। দেশের ৭টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে।  হলগুলো হলো- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (পুরান ঢাকা), উলকা (গাজীপুর), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মধুবন (বগুড়া) ও সিলভার স্ক্রিন (চট্টগ্রাম)। এ ছবিটি কিছুদিন আগে টিভিতে দেখানো হয়েছে। এরপর সিনেমা হলে এলো। এর কারণ সম্পর্কে পরিচালক অনন্য মামুন বলেন, মুক্তিযুদ্ধের গল্পে এ বছর যত সিনেমা মুক্তি পেয়েছে, একটাও সাফল্য পায়নি। আমরা তো অনুদানের অর্থে নয়, নিজেদের টাকায় সিনেমা বানিয়েছি।

বিজ্ঞাপন
তাই এ দিকটা বিবেচনা করেছি। এ ছাড়া আমাদের চাওয়া ছিল ছবিটা বেশিসংখ্যক মানুষের কাছে পৌঁছে দেয়া। সেজন্যই টিভিতে প্রিমিয়ার করা হয়েছে। রিয়াজ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে তাকে উৎসর্গ করেই ছবিটি মুক্তি দেয়া হয়েছে। এটা আমার জন্য ভালো লাগার ব্যাপার। আশা করছি ছবিটি দর্শক পছন্দ করবেন। ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই ঐতিহাসিক ভাষণকে ঘিরেই সাজানো হয়েছে ‘রেডিও’ ছবির গল্প। 
 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status