কলকাতা কথকতা
আর্থিক বিপর্যয়ের মাঝেই আদানি পুত্রের বাগদান
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৮ মাস আগে) ১৫ মার্চ ২০২৩, বুধবার, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৩৫ অপরাহ্ন

হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর আদানিদের শেয়ার বাজারে পতন তাদের সাম্রাজ্যে আর্থিক বিপর্যয় ডেকে এনেছে। আর এই বিপর্যয়ের মাঝেই আংটি বদল করে বাগদান সারলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির কনিষ্ঠ পুত্র জিৎ। পাত্রী ভারতের বিশিষ্ট হীরা ব্যবসায়ী দীনেশ কোম্পানির কর্ণধার জয়মন শাহর কন্যা দিবা জয়মন শাহ। আহমেদবাদে একান্ত পারিবারিক গণ্ডিতে এই বাগদানপর্ব হয়। জিৎ এর ভাই করণের বিয়ের অনুষ্ঠানে ২০১৩ সালে এসেছিলেন তদানীন্তন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। করণ বিয়ে করেন বিশিষ্ট কর্পোরেট আইনজীবী সিরিল শ্রফের মেয়ে পরিধিকে।
এবার আর মোদি কোনও ঝুঁকি নেননি। তিনি এই বাগদান অনুষ্ঠান থেকে নিজেকে দূরেই সরিয়ে রাখেন। কারণ, আদানিদের বিপর্যয়ের পর ভারতজুড়ে রব উঠেছে যে, গৌতম আদানি নাকি ফুলে ফেঁপে উঠেছেন নরেন্দ্র মোদির আশীর্বাদেই। করণ ও জিৎ দু’জনের পড়াশোনা বিদেশে। জিৎ আমেরিকার পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা নিয়ে বর্তমানে আদানি সংস্থার ফাইন্যান্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট ।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]