কলকাতা কথকতা
পার্থ কাকে লাভসাইন দেখালেন?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ সপ্তাহ আগে) ১৫ মার্চ ২০২৩, বুধবার, ৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৩৫ অপরাহ্ন

বসন্ত এসে গেছে। বসন্তকাল প্রেমের মৌসুম। এই সময়টায় মানুষের মনে প্রেম উথলে ওঠে। তা সে জেলে থাকলেও ওঠে। যেমন উঠলো পার্থ চট্টোপাধ্যায়ের মনে। নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী ভার্চ্যুয়াল শুনানির সময় লাভসাইন দেখালেন আলিপুর জেলে বন্দি তার অনুরাগিণী অর্পিতা মুখোপাধ্যায়কে। নিয়োগ দুর্নীতিতে যিনি বন্দি এখন আলিপুর জেলে। ভার্চ্যুয়াল শুনানির সময় প্রেসিডেন্সি জেলে থাকা পার্থর মুখ এবং আলিপুর জেলে থাকা অর্পিতার মুখ ভেসে উঠতেই খুনসুটি শুরু হয়ে যায়। পার্থ বুকের ওপর চিহ্ন দিয়ে লাভ সাইন আঁকেন। জিভ বের করে খুনসুটি করেন, মুখ ভেংচান অর্পিতাকে লক্ষ্য করে।
পাঠকের মতামত
প্রেমের মরা জলে ডুবে না । প্রেমে মজিলে মন কিবা হারি কিবা ডোম । প্রেম মানেনা জাত কুল । লাজ লজ্জা বিসর্জন না দিলে প্রেম করা যায় না, পার্থ- অর্পিতা জুটি আবার তার প্রমান দিলেন । জয়তু শেষ বয়সের প্রেম ।