কলকাতা কথকতা
পার্থ কাকে লাভসাইন দেখালেন?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১৫ মার্চ ২০২৩, বুধবার, ৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৩৫ অপরাহ্ন

বসন্ত এসে গেছে। বসন্তকাল প্রেমের মৌসুম। এই সময়টায় মানুষের মনে প্রেম উথলে ওঠে। তা সে জেলে থাকলেও ওঠে। যেমন উঠলো পার্থ চট্টোপাধ্যায়ের মনে। নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী ভার্চ্যুয়াল শুনানির সময় লাভসাইন দেখালেন আলিপুর জেলে বন্দি তার অনুরাগিণী অর্পিতা মুখোপাধ্যায়কে। নিয়োগ দুর্নীতিতে যিনি বন্দি এখন আলিপুর জেলে। ভার্চ্যুয়াল শুনানির সময় প্রেসিডেন্সি জেলে থাকা পার্থর মুখ এবং আলিপুর জেলে থাকা অর্পিতার মুখ ভেসে উঠতেই খুনসুটি শুরু হয়ে যায়। পার্থ বুকের ওপর চিহ্ন দিয়ে লাভ সাইন আঁকেন। জিভ বের করে খুনসুটি করেন, মুখ ভেংচান অর্পিতাকে লক্ষ্য করে। অর্পিতা তার নিজের ঠোঁটে হাত দিয়ে ইঙ্গিত করেন পার্থকে। পার্থ হাতের আঙ্গুল তুলে নিরস্ত করেন অর্পিতাকে। দু’জন প্রাপ্তবয়স্কর এই প্রেমের বিলাপ দেখে মুখ চাওয়াচাওয়ি করেন উপস্থিত মানুষজন। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, ভার্চ্যুয়ালি নয়, তিনি সরাসরি কিছু বলতে চান বিচারককে। এর জন্যে তিনি সশরীরে হাজিরা দেয়ার আবেদনও জানান। পার্থ জানান, শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। তার পা ফুলছে। পার্থ বলেন, যদি মরেই যাই তাহলে আর কার বিচার হবে!