কলকাতা কথকতা
ডিএ মামলার শুনানি কবে?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১২:৫২ অপরাহ্ন
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের প্রতীক্ষার প্রহর আরও বাড়লো। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি ছিল বুধবার। তা প্রায় এক সপ্তাহ পিছিয়ে ২১ মার্চ হয়ে গেল। বুধবার বিচারপতিরা রেগুলার মামলাগুলো শুনবেন। আজ সুপ্রিম কোর্ট এই খবর জানানোর পর হতাশা নেমে আসে কলকাতার শহীদ মিনার সংলগ্ন যৌথ সংগ্রামী মঞ্চে অবস্থানরত সরকারি কর্মীদের মধ্যে। আরও এক সপ্তাহ মানে রাজ্য সরকারের সামনে ঘুঁটি সাজিয়ে নেয়ার আর একটি সুযোগ- বললেন অবস্থানরত এক সরকারি কর্মী।
প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, মমতা বন্দোপাধ্যায় সরকার ছয় শতাংশ হারে মহার্ঘ্য ভাতা ঘোষণা করেছে। বিজেপি, কংগ্রেস ও বাম শাসিত কর্মী ইউনিয়নগুলি এটিকে ভিক্ষার দান বলে অভিহিত করে আন্দোলনে বসেছে। তাদের দাবি, কেন্দ্রের হারে ৩১ শতাংশ ডিএ, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে রাজ্যের ভাড়ে মা ভবানী অবস্থা। এই হারে ডিএ দিতে গেলে রাজ্যে তুমুল আর্থিক বিশৃঙ্খলা দেখা দেবে। সুপ্রিম কোর্ট এরপর সংশ্লিষ্ট সব পক্ষকে হলফনামা জমা দিতে বলে।