কলকাতা কথকতা
হিন্দু-মুসলিম বন্ধুত্বের অনন্য নজির
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন
সাম্প্রদায়িক শান্তি-সম্প্রীতি নিয়ে প্রচুর নিউজপ্রিন্ট খরচ করা হয়। প্রচুর ভিডিও ফিল্ম এক্সপোজ করা হয়। সোশ্যাল মিডিয়ায় বন্যা বয়ে যায় সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে। কিন্তু, কলকাতার অনতিদূরে ডায়মণ্ড হারবারে যে ঘটনা ঘটলো তার থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির আর কী ভালো উদাহরণ হতে পারে? ডায়মণ্ড হারবারের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিন্দু যুবক তিলক রায়। অকালে পরপর বাবা-মাকে হারিয়ে সে কার্যত মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। বাড়িতে একাই থাকতো তিলক। হঠাৎই সে গুরুতর অসুস্থ হয়। বন্ধু মিন্টু, রবি, সৃজনরা তাকে ডায়মণ্ড হারবার সদর হাসপাতালে ভর্তি করায়। সবাই হাল ছেড়ে দিলেও হাল ছাড়েনি তিলকের আরেক বন্ধু রেজাউল করিম মোল্লা। ঠায় রাত জাগতো সে হাসপাতালে। কিন্তু, ডাক্তারদের চেষ্টা ব্যর্থ করে তিলক প্রয়াত হয়। কে নিয়ে যাবে তাকে শ্মশানে? কে করবে তার দাহ কাজ? বন্ধুদের সহায়তায় রেজাউল তিলককে নিয়ে শ্মশানে যায়। মুখাগ্নি সেই করে। এমনকি হিন্দু মতে সবকটি বিধান পালন করে রেজাউল। এখানেই শেষ নয়, দাহের পর কাছা ধারণ করাটা হিন্দু রীতি। রেজাউল কাছা ধারণও করে। সাম্প্রদায়িক সম্প্রীতির আর কী কোনও ভালো নিদর্শন হতে পারে এর চেয়ে!