কলকাতা কথকতা
হিন্দু-মুসলিম বন্ধুত্বের অনন্য নজির
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৮ মাস আগে) ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন
সাম্প্রদায়িক শান্তি-সম্প্রীতি নিয়ে প্রচুর নিউজপ্রিন্ট খরচ করা হয়। প্রচুর ভিডিও ফিল্ম এক্সপোজ করা হয়। সোশ্যাল মিডিয়ায় বন্যা বয়ে যায় সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে। কিন্তু, কলকাতার অনতিদূরে ডায়মণ্ড হারবারে যে ঘটনা ঘটলো তার থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির আর কী ভালো উদাহরণ হতে পারে? ডায়মণ্ড হারবারের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিন্দু যুবক তিলক রায়। অকালে পরপর বাবা-মাকে হারিয়ে সে কার্যত মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। বাড়িতে একাই থাকতো তিলক। হঠাৎই সে গুরুতর অসুস্থ হয়। বন্ধু মিন্টু, রবি, সৃজনরা তাকে ডায়মণ্ড হারবার সদর হাসপাতালে ভর্তি করায়। সবাই হাল ছেড়ে দিলেও হাল ছাড়েনি তিলকের আরেক বন্ধু রেজাউল করিম মোল্লা। ঠায় রাত জাগতো সে হাসপাতালে।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]