কলকাতা কথকতা
ভারতের জোড়া অস্কার লাভে আনন্দের প্লাবন কলকাতায়
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ১৩ মার্চ ২০২৩, সোমবার, ১০:২২ পূর্বাহ্ন
ভোর থেকে কলকাতা চোখ মেলে ছিল লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের দিকে। সেখানেই অনুষ্ঠিত হলো চলচ্চিত্রের ‘নোবেল’ পুরস্কার বিতরণ অনুষ্ঠান- অস্কার। দুটি বিভাগে অস্কার পেয়েছে ভারত- এই ঘোষণায় উদ্বেলিত হলো কলকাতা সকাল সকালই। এসএস রাজামৌলির ছবি ‘আরআরআর’-এর নাটু নাটু সেরা গান হিসেবে অস্কার জিতলো। এর আগে গানটি পেয়েছিলো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। এছাড়াও সেরা তথ্যচিত্র হয়েছে ভারতীয় ছবি দ্য এলিফ্যান্ট হুইস পার্স। নাটু নাটু ছবির গীতিকার এম এম কীর্তনি এবং চন্দ্রাবোস পুরস্কার হাতে তুলে নেন। এস এস রাজামৌলির ছবি আরআরআর গত বছর মুক্তি পাবার পরই নাটু নাটু গানটি গোটা বিশ্বে জনপ্রিয় হয়। সোমবার কলকাতায় সকাল থেকে বাজতে থাকে নাটু নাটু গানটি। ভারতের এই সর্বোচ্চ সম্মান প্রাপ্তিতে খুশি টলিউডও।