কলকাতা কথকতা
বায়রনের বিশ্বাস, মুসলিম ভোটই ফারাক গড়ে দিয়েছে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১২ মার্চ ২০২৩, রবিবার, ২:১১ অপরাহ্ন
বঙ্গ বিধানসভায় তিনি একমাত্র কংগ্রেস বিধায়ক। সদ্য সমাপ্ত সাগরদীঘি উপ-নির্বাচনে বায়রন বিশ্বাস হারিয়েছেন তৃণমূল ও বিজেপি প্রার্থীকে। কলকাতায় এসেছেন শপথের দিনক্ষণ ঠিক করতে। রবিবার এক একান্ত সাক্ষাৎকারে মানবজমিন-এর মুখোমুখি হয়ে বায়রন বললেন, আমার বিশ্বাস তৃণমূলের পাহাড়প্রমাণ দুর্নীতি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছে সাধারণ মানুষকে। তার সাফল্যের পিছনে এটিকে কারণ বলে যেমন মনে করছেন বায়রন, তেমনই মনে করছেন- মুসলিমরা যেভাবে সমর্থন করতো তৃণমূলকে তাতে ভাটা পড়েছে। সর্বত্র দুর্নীতি দেখে মুসলিম ভোটাররা বিমুখ। তারা নতুন শক্তি চাইছে। আর তাই তার জেতা অনেক সহজ হয়েছে বলে বায়রনের বিশ্বাস। কিন্তু বামেরা সমর্থন না দিলে কি কংগ্রেস এইভাবে জিততো? বায়রন বললেন, অবশ্যই জিততো। হয়তো মার্জিন কম হতো। কিন্তু বিকল্প হিসেবে কংগ্রেসই জিততো। তবে, বায়রন বললেন, বামেরা একশ’ শতাংশ সমর্থন দিয়েছে। ভোটও দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। শনিবার বিধানসভা ভবনে গিয়েছিলেন বায়রন। স্পিকারের সঙ্গে কথাবার্তা হয়েছে শপথ নিয়ে। বললেন, আজ আমি একা, কিন্তু এক থেকে একশ হতে সময় লাগবে না। অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসকে রাজ্যে প্রতিষ্ঠা করার জন্য লড়াই চলবে বলে জানালেন বায়রন বিশ্বাস।
কলকাতায় সিআইটি রোডের অস্থায়ী ডেরায় বসে বায়রন বিশ্বাস সাগরদীঘি মডেল প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন। বিড়ি শিল্পের কর্ণধার তার বাবা একসময় সিপিএম করতেন। ব্যবসায় আসার পর রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। স্কুল, হাসপাতাল, খাদ্য প্রক্রিয়াকরণের বিশাল সাম্রাজ্য বায়রনদের। তার একমাত্র লক্ষ্য এখন কংগ্রেসের পুনরুজ্জীবন।