কলকাতা কথকতা
পরিচালক সতীশ কৌশিককে খুন করা হয়েছে- নারীর অভিযোগ ঘিরে চাঞ্চল্য
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ সপ্তাহ আগে) ১২ মার্চ ২০২৩, রবিবার, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৫ পূর্বাহ্ন

দিল্লি পুলিশ যখন প্রায় কার্যত নিশ্চিত যে, কার্ডিয়াক অ্যারেস্টের জেরেই বলিউড অভিনেতা কাম পরিচালক সতীশ কৌশিকের মৃত্যু হয়েছে- ঠিক তখনই রহস্যময়ী এক নারীর অভিযোগকে কেন্দ্র করে গুঞ্জন উঠেছে। দিল্লি পুলিশের কাছে লিখিত অভিযোগ করে ওই নারী জানিয়েছেন, সতীশ কৌশিকের কাছ থেকে ১৫ কোটি টাকা ধার নিয়েছিলেন তার শিল্পপতি স্বামী। সেটা শোধ দিতে না পেরে তিনি কৌশিককে ৯ই মার্চ হোলি পার্টির পর খুন করেছেন।
দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, তারা মুম্বইয়ে সতীশ কৌশিকের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তারা এইরকম কোনও অভিযোগ জানায়নি।
শিল্পপতির স্ত্রী সংবাদ সংস্থা আইএএনএসকে প্রথমে একটি সাক্ষাৎকার দিয়ে এই ১৫ কোটি টাকা ধারের বিষয়টি জানান। পরে তিনি দিল্লি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন যে, তার শিল্পপতি স্বামী পান্ডেমিকের সময় ব্যবসা খারাপ যাওয়ার কারণে বন্ধু সতীশ কৌশিকের কাছ থেকে ১৫ কোটি টাকা ধার নিয়েছিলেন। এখন সতীশ কৌশিক টাকা ফেরত চাওয়ায় বিপত্তি বাধে। সে শিল্পপতি স্বামী নাকি তাকে জানিয়েছিলেন ‘সতীশ টাকা ফেরত চাইছে। কিন্তু এখন তা শোধ করার সামর্থ্য তার নেই। তাই, সতীশ কৌশিককে সরিয়ে ফেলতে হবে’।
ওই নারীর এই অভিযোগ পাওয়ার পর দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ দক্ষিণ পশ্চিম দিল্লির একটি ফার্ম হাউস পরিদর্শন করে। এখানেই পার্টিটি হয়েছিল।