কলকাতা কথকতা
শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে এবার টলিউডের যোগ, কীভাবে?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ সপ্তাহ আগে) ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৪:৫১ অপরাহ্ন
শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে এবার উঠে এলো টলিগঞ্জের সিনেমাপাড়ার যোগ। বৃহস্পতিবার টানা জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন টলিউডের জনপ্রিয় নায়ক বনি সেনগুপ্ত। জানা গেছে, নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার কুন্তল ঘোষের সঙ্গে বনির যোগাযোগের প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। কুন্তলের একাউন্ট থেকে নাকি বনির একাউন্টে প্রায়ই টাকা পাঠানো হতো। বনি প্রয়াত বিশিষ্ট অভিনেতা সুখেন দাসের নাতি এবং ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন - ইম্পার সচিব পিয়া সেনগুপ্তর ছেলে। বনিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে পিয়া জানান, কুন্তল প্রযোজিত একটি ছবিতে বনির অভিনয় করার কথা ছিল। তখন গাড়ি পাঠানো নিয়ে দু’জনের মধ্যে কিছু আর্থিক লেনদেন হয়। সেই লিংকই হয়ত ইডি পেয়েছে। এদিন বনির সঙ্গে জেরা করা হচ্ছে এক পার্লার মালিক সোমা চক্রবর্তীকেও। কুন্তল ঘোষের একাউন্ট থেকে সোমা চক্রবর্তীর আকাউন্টে কয়েক দফায় টাকা জমা পড়েছে বলে অভিযোগ।