কলকাতা কথকতা
ইউনেস্কোর চিঠি, রাজ্যের শিক্ষার সঙ্গে যুক্ত হতে চায় তারা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৩:০৬ অপরাহ্ন
ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির পাহাড়। একজনের পর একজন শিক্ষাকর্তা জেলে। খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রী নিয়োগ দুর্নীতিতে কারান্তরালে। এই অবস্থায় ইউনেস্কো বৃহস্পতিবার দুপুরে নবান্নতে চিঠি পাঠালো। তারা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যুক্ত হতে চায়। তাদের ডিসটেন্ট লার্নিং প্রকল্পে তারা পশ্চিমবঙ্গকে নিচ্ছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার মুকুটে নতুন পালক সংযোজিত হওয়ার খবর স্বয়ং মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানান। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। উল্লেখযোগ্য, এর আগে কলকাতার দূর্গা পুজোকে ইউনেস্কো তাদের হেরিটেজ উৎসবের তালিকভুক্ত করেছিল। ইউনেস্কোর প্রতিনিধিরা কলকাতার দুর্গাপুজোর সময় এবং পুজো কার্নিভালে উপস্থিত ছিলেন।
এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থায় তাদের যোগদান নতুন দিগন্তের দ্বার খুলবে। উল্লেখযোগ্য, ইউনেস্কো বর্তমান ব্যবস্থায় ডিসটেন্ট লার্নিং প্রোগ্রামে ভারত থেকে ছাত্রছাত্রী নিয়ে যাবে বিদেশে।