কলকাতা কথকতা
ভারতে ডিএ নিয়ে সরকারি কর্মীদের ধর্মঘট কাল, সংঘর্ষের আশংকা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ সপ্তাহ আগে) ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৬ অপরাহ্ন

ফাইল ছবি
একদিকে বাম-বিজেপি- কংগ্রেস কর্মী ইউনিয়ন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী ইউনিয়ন। দুয়ের টানাপড়েনে শুক্রবার সরকারি কর্মীদের ডিএ'র দাবিতে ধর্মঘট উত্তপ্ত হতে পারে। এমনকি কাজে যোগ দিতে বাধা দিলে সংঘর্ষের পরিণতি হতে পারে বলেও ইন্টেলিজেন্স রিপোর্ট দিয়েছে পুলিশের কাছে। শুক্রবার আবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় বেরোতে পারে। কর্মী ইউনিয়নগুলি এবং সরকারও তীক্ষè দৃষ্টি রেখেছে রায়ের দিকে। সরকার বাজেট অধিবেশনে ছয় শতাংশ ডিএ ঘোষণা করে রাজ্যের সরকারি কর্মীদের জন্য। এতে খুশি নয় বাম- বিজেপি-কংগ্রেস ইউনিয়নগুলি। তারা কেন্দ্রের হারে একত্রিশ শতাংশ ডিএ চায় যা রাজ্য সরকারের বর্তমান আর্থিক অবস্থায় দেওয়া অসম্ভব। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে, বিরোধী ইউনিয়নের দাবি অনুযায়ী ডিএ দিতে গেলে রাজ্যে চূড়ান্ত আর্থিক বিশৃঙ্খলা দেখা দেবে।