কলকাতা কথকতা
অনুব্রতকে দিল্লি নিতে আর কোনো বাধা নেই
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৭ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৪:৩০ অপরাহ্ন
দোলের দিন তৃণমূল কংগ্রেসের ডাকসাইটের নেতা অনুব্রত মন্ডল আবির খেলেন। সৌজন্য বিনিময় করেন ভক্তদের সঙ্গে। এবার দোলের দিনটা তার কাটলো জোকা ই এস আই হাসপাতালে। বীরভূম পুলিশ আজ সকালে সড়কপথে অনুব্রতকে নিয়ে আসে কলকাতায়। আসানসোল সিবিআই আদালত সোমবারই তাদের এই নির্দেশ দিয়েছিল। জোকা ই এস আই হাসপাতালে চার ডাক্তারের এক প্যানেল অনুব্রতর সবরকম পরীক্ষা করে রিপোর্ট দেয় - তার এমন কোনও শারীরিক সমস্যা নেই যে তাকে দিল্লি নিয়ে যাওয়া যাবে না। এরপরই অনুব্রতকে ইডির হাওলা করে দেয় বীরভূম জেলা পুলিশ। অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আর কোনও বাধা থাকলো না ইডির সামনে। রাতেই তাকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে বিশেষ বিমানে। অনুব্রতর জন্য তিহার জেলের সেলও তৈরি। দোলের দিন রাত থেকেই অনুব্রতর ঠিকানা- কেয়ার অফ ইডি, রাজধানী দিল্লি।