শরীর ও মন
এইডসকে জানুন
অধ্যাপক ডা. এস এম বখতিয়ার কামাল
৫ মার্চ ২০২৩, রবিবারএকুয়ার্ড ইমুওনো ডেফিসিয়েনসি সিনড্রোম HIV নামক এক ধরনের ভাইরাস দিয়ে AIDS রোগ হয়।
যেভাবে ছড়ায়
HIV দ্বারা Infected কোনো রোগীর সঙ্গে যৌন মিলন করলে, Vaginal Sex যোনিপথে যৌন মিলন করলে, Anal Sex পায়ুপথে যৌন মিলন করলে, Oral Sex মুখে যৌন মিলন করলে, HIV দ্বারা Infected কোনো রোগীর সঙ্গে সিরিঞ্জ Share করলে (Morphine, Pethidine-এ আসক্ত রোগীরা সাধারণত এটি করে থাকেন), HIV দ্বারা Infected কোনো রোগীর রক্ত বা রক্তজাত কোনো ওষুধ গ্রহণ করলে, HIV দ্বারা Infected কোনো মায়ের গর্ভের সন্তান নরমাল ডেলিভারিতে জন্মগ্রহণ করলে (HIV দ্বারা Infected কোনো মায়ের গর্ভের সন্তান সিজার করে জন্মগ্রহণ করলে AIDS-এর সম্ভাবনা থাকে না); ফলে HIV দ্বারা Infected কোনো মায়ের গর্ভের সন্তান নরমাল ডেলিভারি না করিয়ে সিজার করাতে হবে, HIV দ্বারা Infected কোনো মায়ের বুকের দুধ পান করলে (HIV দ্বারা Infected কোনো মায়ের গর্ভের সন্তান সিজার করে জন্মগ্রহণ করার পর মায়ের বুকের দুধ খাওয়ানো যাবে না), ঐওঠ দ্বারা ওহভবপঃবফ কোনো রোগীর সঙ্গে গভীর চুম্বন (deep kiss), যোনিপথ Sucking করলে, AIDS DIAGNOSIS HIV দ্বারা Infected কোনো রোগীর রোগ যদি কিছু Major (বড়) এবং Minor (ছোট) শর্ত পূরণ করে; তখন তাকে আমরা AIDS-এর রোগী বলবো (নতুবা একে AIDS-এর রোগী না বলে HIV পজেটিভ রোগী বলবো)
লক্ষণ
বড় শর্ত
১. ১০% এর বেশি ওজন কমা;
২. ১ মাসের বেশি সময় ধরে ডায়রিয়া ও
৩. ১ মাসের বেশি সময় ধরে জ্বর।
Minor Criteria ছোট শর্ত
১. ১ মাসের বেশি সময় ধরে কাশি;
২. সারা শরীরে চুলকানি;
৩. মুখের ভেতর Candida নামক ছত্রাকের আক্রমণ;
৪. খুব মারাত্মক বা সারা শরীরে জ্বরঠোসা;
৫.বারবার বা সারা শরীরে Herpes Zoster নামক ভাইরাসের সংক্রমণ;
৬. সারা শরীরে গুটি গুটি ফুলে যাওয়া;
৭. Cyptococcal meningitis নামক মস্তিষ্কের প্রদাহ; kaposios sarcoma নামক ক্যান্সার।
যেকোনো ২টি বড় শর্ত ও যেকোনো ১টি ছোট শর্ত পূরণ হলেই আমরা তাকে AIDS বলতে পারি।
AIDS Test
রোগীর শরীরে ঐওঠ ভাইরাস প্রবেশ করা মাত্রই রোগী Infectious হয়ে উঠে, অর্থাৎ অন্যের শরীরে ঐওঠ ভাইরাস ছড়িয়ে দিতে পারে।
কিন্তু রোগী নিজে AIDS-এর রোগী হতে ২ থেকে ১০ বৎসর সময় লাগে। AIDS হলো HIV ইনফেকশনের মারাত্মক বা চূড়ান্ত পর্যায়। HIV ভাইরাস শরীরে ঢুকে Antibody তৈরি করতে ৬ সপ্তাহ থেকে ৬ মাস (গড়ে ৩ মাস) সময় লাগে, এ সময়ে Test করে সাধারণত কোনো লাভ হয় না। এ সময়কে Windwo Period বলে। ফলে কেউ যদি মনে করেন যে, তিনি অনিরাপদ যৌন মিলন করেছেন, তাহলে তাকে সাধারণত ৩ মাস অপেক্ষা করে Blood Test করতে হবে। (যদিও কিছু ক্ষেত্রে ২ সপ্তাহ পর Result পজেটিভ আসতে পারে; আবার কিছু ক্ষেত্রে ৬ মাসের বেশি সময় লাগতে পারে)
আমাদের দেশে সাধারণত ২ ধরনের Test করা হয়: ELISA- Screening Test ও Western Blot Test-Confirmatory Test.
ELISA test-এ নেগেটিভ Result আসলে আর কোনো Test করার প্রয়োজন নেই।
ELISA test-এ পজেটিভ Result আসলে Western Blot Test অবশ্যই করতে হবে।
লেখক
(চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ)
প্রয়োজনে: কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার
বিটিআই সেন্টার গ্রান্ড, ফার্মগেট, গ্রীন রোড, ঢাকা। সেল-০১৭১১৪৪০৫৫৮
পাঠকের মতামত
"oboidho" Jawno-milon karben naa. parleh, 16-24 boyosi mohila r 20-27 boyosi purush der "Bia" karte UcshahitO kareen.