কলকাতা কথকতা
শনিবার লোয়ার রডন স্ট্রিট-এ তীব্র ট্রাফিক জ্যাম কেন?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৪ সপ্তাহ আগে) ৪ মার্চ ২০২৩, শনিবার, ৮:৩৪ অপরাহ্ন
মধ্য কলকাতার লোয়ার রডন স্ট্রিট। শনিবার দিনভর এই এলাকায় ছিল তীব্র ট্রাফিক জ্যাম। কিন্তু কেন এই যানজট? ট্রাফিকের এই হাল কেন- খোঁজ নিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি সম্প্রতি নতুন একটি বাড়ি কিনেছেন লোয়ার রডন স্ট্রিটে। বাড়িটি কিনতে বাংলার দাদাকে ব্যয় করতে হয়েছে নগদ চল্লিশ কোটি টাকা। বেহালার মঙ্গল চন্ডি ভবন ছেড়ে মা ও স্ত্রী ডোনা গাঙ্গুলিকে নিয়ে সৌরভ থাকবেন এই লোয়ার রডন স্ট্রিটের বাড়িতে। কিন্তু বাড়ির বাইরে বৃষ্টির জল জমে। জল জমে জায়গাটি যান চলাচলের অযোগ্য হয়ে যায়। তাই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে সৌরভ আবেদন জানিয়েছিলেন এই বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্যে। শনিবার সেই ব্যবস্থা নেয়ার জন্যেই কাজ হচ্ছিল।