কলকাতা কথকতা
কলকাতায় অ্যাডিনো ভাইরাসে পাঁচদিনে ১৪ শিশুর মৃত্যু
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ২ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৫ অপরাহ্ন

বিগত পাঁচদিনেই খোদ কলকাতায় পাঁচ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রম বা এআরএস নিয়ে হাসপাতালে ভর্তি পাঁচ হাজার ১২৩ জন শিশু। মৃত ১৪ জনের মধ্যে পাঁচজন অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ছিল- নমুনা পরীক্ষায় সেই রিপোর্ট এসেছে। তবুও রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ বলছে, অ্যাডিনো ভাইরাস কিংবা এআরএস নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। কারণ হিসেবে তারা দেখাচ্ছেন যে, মৃত ১৪ জনের মধ্যে আটজনের কো-মরবিডিটি ছিল। সেই কারণেই তাদের মৃত্যু হয়েছে। অ্যাডিনো কিংবা এআরএস তাদের মৃত্যুর কারণ নয়। স্বাস্থ্য বিভাগ বলছে, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হলে সর্দি-জ্বর, শ্বাসকষ্ট হতে পারে, কিন্তু কো-মরবিডিটি না থাকলে মৃত্যুর আশঙ্কা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, চিকিৎসার অভাবে যেন একটি শিশুরও মৃত্যু না হয়। গোটা রাজ্যজুড়ে ২১টি হাসপাতালে পাঁচ হাজার বেড সংরক্ষিত রাখা হচ্ছে শিশুদের জন্য।