কলকাতা কথকতা
রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়লো, গৃহস্থের মাথায় হাত
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ১ মার্চ ২০২৩, বুধবার, ৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৩১ অপরাহ্ন

তিন রাজ্যের ভোট মিটতে না মিটতেই ভারতজুড়ে রান্নার গ্যাসের দাম বাড়লো। কলকাতায় ১৪.২ কিলোগ্রামের সিলিন্ডারের দাম হলো এক হাজার ১২৯ টাকা। মার্চ থেকে এই গ্যাসের দাম বাড়ছে। আগে এই সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৭৯ টাকা। ২০২২-এর জুলাইয়ের পর আবার রান্নার গ্যাসের দাম বাড়লো। দিল্লি ও মুম্বাইয়ের তুলনায় কলকাতায় দামের বৃদ্ধি হয়েছে সর্বাধিক। দিল্লিতে গ্যাস মিলবে এক হাজার তিন টাকা দরে। মুম্বাইয়ে সিলিন্ডার পিছু গ্যাসের দাম এক হাজার দু' টাকা ৫০ পয়সা। মুম্বাইয়ে এই গ্যাসের দাম আগে ছিল এক হাজার ৫২ টাকা ৫০ পয়সা। পাল্লা দিয়ে বেড়েছে কমার্শিয়াল গ্যাসের দামও।
বিজ্ঞাপন