কলকাতা কথকতা
তিন রাজ্যে ভোটের ফল কাল, মমতা-অভিষেকের অ্যাসিড টেস্ট মেঘালয়ে
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(২ বছর আগে) ১ মার্চ ২০২৩, বুধবার, ৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০৭ অপরাহ্ন

ফাইল ছবি
ভারতে তিন রাজ্যের ভোটের ফল আগামীকাল বৃহস্পতিবার। একইসঙ্গে বিভিন্ন উপ-নির্বাচনের ফলাফল ঘোষিত হবে এদিন। তিনটি রাজ্য এবং কয়েকটিমাত্র উপ-নির্বাচন হলেও ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এই ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালকের ফলাফল বলে দেবে, ২০২৪-এর নির্বাচনে জাতীয় নেতা হিসেবে মমতা বন্দোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা। মেঘালয় নির্বাচনের ফল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের জন্যও অ্যাসিড টেস্ট। মেঘালয় বলে দেবে- সর্বভারতে তৃণমূলকে ছড়িয়ে দেয়ার যে অঙ্গীকার অভিষেক করেছিলেন, তা পূর্ণতা পেল কি-না। ত্রিপুরায় বাম-কংগ্রেস জোটের সাফল্য কিংবা পশ্চিমবঙ্গের সাগরদীঘি উপ-নির্বাচনে বাম সমর্থনে কংগ্রেস প্রার্থীর জয় নতুন মডেলের জন্ম দিতে পারে। তৃণমূল কংগ্রেসকে গণশত্রু বলে ধরছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। প্রয়োজনে তৃণমূলকে হটাতে বিজেপির সঙ্গে রাজ্যে সখ্যতায় তার আপত্তি নেই। এই ভাবনা রাজ্যে কি নতুন সম্ভাবনার দ্বার খুলবে?
বৃহস্পতিবার ভোটের ফলাফলই এই প্রশ্নের জবাব দিতে পারে। নাগাল্যান্ডে যে এনডিপিপি-বিজেপি জোট আবার ক্ষমতায় আসছে তা বলে দেয়ার অপেক্ষা রাখে না। এনপিপি-বিজেপি জোট মেঘালয়ে পরীক্ষার সামনে। তৃণমূল কংগ্রেস সেখানে আট থেকে ১৩টি আসন পেয়ে কিংমেকারের ভূমিকায় থাকতে পারে। আর যদি তাই হয়, তাহলে মমতা বন্দোপাধ্যায় যে সর্বভারতীয় তকত তাউসের দিকে একধাপ এগিয়ে যাবেন তা বলাই বাহুল্য।
প্রবীণ কংগ্রেস নেতা বিরাপ্পা মইলি তৃণমূলের সঙ্গে ঐক্যের কথা বলেই রেখেছেন। বৃহস্পতিবার ফল ঘোষণার পর আগুনের সলতে পাকানোর কাজ শুরু হবে। পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরায় বিজেপি যদি তাদের ক্ষমতা ধরে রাখতে পারে তাহলে ২০২৪-এ মোদির হাত শক্ত হবে।
ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়া ছাড়া বিজেপিকে কেউ ত্রিপুরায় সরকার গঠনের নিশ্চয়তা দেয়নি। প্রদ্যুত রায়বর্মনের টিপরা মোথা পার্টিকে এক্সিস মাই ইন্ডিয়া ছাড়া অন্য সমীক্ষাগুলি মোট প্রায় গড়ে ১৪টা আসন দিয়েছে। টিপরা মোথা যদি বাম-কংগ্রেস জোটের সঙ্গে হাত মেলায়, যে সম্ভাবনা খুব বেশি, তাহলে বিজেপির কপালে দুঃখ আছে। টিপরা মোথার আসন সংখ্যার ওপর নির্ভর করবে তারা কতোটা বার্গেন পয়েন্টে যেতে পারবে। ছবিটা সম্পূর্ণ বদলে যাবে যদি বিজেপি একক ক্ষমতায় ত্রিপুরা জিততে পারে। আর যদি মেঘালয়ও তারা এনপিপি’র সঙ্গে জিতে নেয় তাহলে মোদির বিজয়রথ ২০২৪-এ ঠেকায় কে!