ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

লাহার পুরসভা রক্ষায় শতবর্ষী পঞ্চম সিংয়ের প্রতিবাদ

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ২৮ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১১:০২ পূর্বাহ্ন

একটা সময় ছিল যখন ভিন্দ-মোরেনার চম্বল উপত্যকা তার নাম শুনে কাঁপতো। সে প্রায় অর্ধশতাব্দী আগের কথা। ডাকু পঞ্চম সিং চৌহানের মাথার দাম ছিল দু’ কোটি টাকা। কথিত আছে, পঞ্চম সিং চৌহান নাকি একার হাতে খুন করেছেন ১২৫ জনকে। ১৯৭২ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে আত্মসমর্পণ করেন পঞ্চম সিং চৌহান। শর্ত  ছিল একটাই- তাকে ফাঁসি দেয়া যাবে না।  এরপর থেকে কৃষিকাজ করে দিন গুজরান করেন পঞ্চম সিং।  জেল থেকে বেরিয়ে ধর্মকর্মে মন দেন। দিনে রাতে দু’খানা বাজরার রুটি আর সবজি পেলেই খুশি পঞ্চম সিং চৌহান। কিন্তু, একশ বছর বয়সে আবার তার গর্জন কেন? কেন মরচে ধরা বন্দুক হাতে তুলে নেয়ার এলান?  কারণটা আর কিছুই নয়।

বিজ্ঞাপন
 ভিন্দ-এর লাহার মিউনিসিপালিটির একটি সিদ্ধান্ত। পঞ্চাশ বছর আগে জেল থেকে বেরিয়ে ধর্মীয় সংস্থাকে একটি বাড়ি দান করেছিলেম পঞ্চম। সেই বাড়িটি এখন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে চাইছে লাহার পুরসভা। তাদের মতে, এটি বেআইনি নির্মাণ। রুখে দাঁড়িয়েছেন পঞ্চম সিং চৌহান। তার পুরনো বাগীর রক্ত আবার উথলে উঠেছে।  বুলডোজারের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন পঞ্চম। তার কথা- আমাকে পিষে দিয়ে বুলডোজার যাক বাড়ি ভাঙতে। পঞ্চম সিংয়ের পুত্র সন্তোষ সিং বলছেন, বাড়িটার দাম এখন প্রায় ৫০ লক্ষ।  কিন্তু টাকার জন্য নয়, বাবার পুরনো চম্বল অস্মিতা আবার জেগে উঠেছে, এই একশ বছর বয়সেও। পঞ্চম সিং চৌহান কি পারবেন লাহার পুরসভার হাত থেকে ধর্মীয় সংস্থার এই বাড়িটিকে বাঁচাতে!

 

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status