কলকাতা কথকতা
লাহার পুরসভা রক্ষায় শতবর্ষী পঞ্চম সিংয়ের প্রতিবাদ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ২৮ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১১:০২ পূর্বাহ্ন
একটা সময় ছিল যখন ভিন্দ-মোরেনার চম্বল উপত্যকা তার নাম শুনে কাঁপতো। সে প্রায় অর্ধশতাব্দী আগের কথা। ডাকু পঞ্চম সিং চৌহানের মাথার দাম ছিল দু’ কোটি টাকা। কথিত আছে, পঞ্চম সিং চৌহান নাকি একার হাতে খুন করেছেন ১২৫ জনকে। ১৯৭২ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে আত্মসমর্পণ করেন পঞ্চম সিং চৌহান। শর্ত ছিল একটাই- তাকে ফাঁসি দেয়া যাবে না। এরপর থেকে কৃষিকাজ করে দিন গুজরান করেন পঞ্চম সিং। জেল থেকে বেরিয়ে ধর্মকর্মে মন দেন। দিনে রাতে দু’খানা বাজরার রুটি আর সবজি পেলেই খুশি পঞ্চম সিং চৌহান। কিন্তু, একশ বছর বয়সে আবার তার গর্জন কেন? কেন মরচে ধরা বন্দুক হাতে তুলে নেয়ার এলান? কারণটা আর কিছুই নয়।
বিজ্ঞাপন