শিক্ষাঙ্গন
ঢাবিতে জাতীয় পার্টির ছাত্রসংগঠন 'ছাত্রসমাজের' কমিটি ঘোষণা
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
(২ বছর আগে) ২১ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার, ১১:২৬ পূর্বাহ্ন

জাতীয় পার্টির ছাত্র সংগঠন হিসেবে পরিচিত 'জাতীয় ছাত্র সমাজ' ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আংশিক কমিটি ঘোষণা করেছে। এতে সভাপতি হিসেবে সেলিম রানা সিয়াম ও শাহিনুরকে সদস্য সচিব করা হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইব্রাহীম খান জুয়েল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির মাধ্যমে সম্মেলন করার শর্তে এ কমিটি অনুমোদন করা হল।
সভাপতি হিসেবে মনোনীত সেলিম রানা সিয়াম বিশ্ববিদ্যালয়ের পালি ও বুডিস্ট ডিপার্টমেন্টের শিক্ষার্থী।সদস্য সচিব শাহিনুর পড়াশোনা করছেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগে। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
কমিটির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন বলেন, জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজকে গতিশীল করতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙ্গে নতুন করে কমিটি করার নির্দেশ দিয়েছেন বলে জানান। সেই লক্ষ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ ছাত্রদের মধ্যে তার দলের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে ১৯৮৩ সালে 'ছাত্রসমাজ' প্রতিষ্ঠা করেন। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকা রাখার অভিযোগে ঢাবিতে গত তিন দশক ধরে অনেকটা অলিখিতভাবে নিষিদ্ধ জাতীয় পার্টি ও তার সহযোগী সংগঠন ছাত্র সমাজ।