ঢাকা, ২ এপ্রিল ২০২৩, রবিবার, ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ১০ রমজান ১৪৪৪ হিঃ

শিক্ষাঙ্গন

ইবিতে ছাত্রী নির্যাতন

বিচারবিভাগীয় তদন্ত কমিটির কাজ শুরু

ইবি প্রতিনিধি

(১ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৩:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন

mzamin

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন। ইতিমধ্যে কমিটি তদন্ত কার্যক্রম শুরু করেছে। কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম সোমবার (২০শে ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিচারবিভাগীয় তদন্ত কমিটিতে কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আ.ন.ম. আবুজর গিফারী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহবুব আলমকে রাখা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক শাহবুব আলম বলেন, তদন্ত কমিটির সকল সদস্য আজকে (সোমবার) ক্যাম্পাসে এসেছেন। তদন্ত কার্যক্রম চলছে। আশা করি সময়মত তদন্ত কার্যক্রম শেষ করতে পারবো।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কমিটির সদস্যরা তাদের তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছেন।

এর আগে গত ১১ ও ১২ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে দুই দফায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের  অভিযোগ উঠে। এই ঘটনায় শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাচ্ছুমসহ ৭/৮ জন জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী। ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর ১৫ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে। ওইদিন বিকেল ৪টায় হাইকোর্টে রিট করেন আইনজীবী গাজী মো. মহসীন। ১৬ই ফেব্রুয়ারি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কুষ্টিয়া জেলা প্রশাসককে তিনদিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।

বিজ্ঞাপন
এছাড়া এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করেছেন। উভয় তদন্ত কমিটি শনিবার থেকে কাজ শুরু করেছেন।

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status