বিনোদন
ভালোবাসার গান ‘নীল আকাশ’
স্টাফ রিপোর্টার
১৮ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার
কণ্ঠশিল্পী সাবরিনা বশির ও জিসান খান শুভ। ভালোবাসা দিবস উপলক্ষে তারা নিয়ে এলেন ভালোবাসার গান। শিরোনাম ‘নীল আকাশ’। গানটির কথা ও সুর করেছেন শুভ নিজেই। সংগীতায়োজন করেছেন সিমন আহমেদ। সম্প্রতি সাবরিনা বশির-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হয়েছে। গানটিতে মডেল হয়েছেন গায়ক-গায়িকা নিজেরাই। মনোরম লোকেশনে গানটি নির্মাণ করেছেন সময়ের তরুণ নির্মাতা মোহন ইসলাম।