ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে যে পদক্ষেপ নিলেন ইলন মাস্ক

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১৪ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১২:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৬ পূর্বাহ্ন

mzamin

রীতিমতো ঘোষণা দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর প্রতিশ্রুতি দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তিনি জানিয়ে দিয়েছেন, তার স্টারলিংক স্যাটেলাইট ব্যবহার করে তিনি ইউক্রেনকে সামরিক কার্যক্রম চালাতে দেবেন না। স্কট কেলি নামের সাবেক এক মহাকাশচারী শনিবার মাস্কের কাছে অনুরোধ করেন যাতে ইউক্রেনকে সবধরনের স্যাটেলাইট সুবিধা দেয় স্টারলিংক। এর উত্তরে মাস্ক বলেন, তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর সুযোগ সৃষ্টি করতে পারেন না। এ খবর দিয়েছে ফক্স নিউজ।

খবরে বলা হয়, সম্প্রতি ইউক্রেনের সামরিক কার্যক্রমের জন্য স্টারলিংক স্যাটেলাইটের ব্যবহার সীমিত করেছেন মাস্ক। আর এরপরই মহাকাশচারী স্কট কেলি মাস্কের প্রতি আহ্বান জানিয়ে টুইটারে বলেন, ইউক্রেনের এখন আপনার সাহায্য প্রয়োজন। ইউক্রেনের সামরিক কার্যক্রম তাদের বেঁচে থাকার সংগ্রামের অংশ। নইলে বহু নিরীহ মানুষ জীবন হারাবে। আপনি চাইলেই তাদের সাহায্য করতে পারেন। 

এর একদিন পর ওই টুইটের রিপ্লাই দেন মাস্ক। ইউক্রেনের অবস্থা নিয়ে কেলির এমন বিশ্বাসের জন্য গণমাধ্যমের প্রোপ্যাগান্ডাকে দায়ী করেন তিনি।

বিজ্ঞাপন
মাস্ক বলেন, গণমাধ্যমের এমন প্রোপ্যাগান্ডা গিলে খাওয়ার মতো বোকা আপনি নন। তাছাড়া স্টারলিংক এখন ইউক্রেনের যোগাযোগের মেরুদণ্ড। বিশেষ করে ফ্রন্টলাইনে সব ধরণের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। সেখানে শুধু স্টারলিংকই কার্যকর আছে। কিন্তু এর মানে এই না যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে এমন একটি সংঘাতের সুযোগ দেব। 

গত ৯ই ফেব্রুয়ারি স্পেসএক্স প্রেসিডেন্ট গুয়েন শটওয়েল ঘোষণা করেন, স্টারলিংক স্যাটেলাইট ব্যবহারের ক্ষেত্রে ইউক্রেনকে এখন নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে যেতে হবে। তাদের এই হাইস্পিড ইন্টারনেট মোটেও সামরিক কার্যক্রম চালানোর জন্য তৈরি করা হয়নি। ইউক্রেন চাইলে স্টারলিংক ব্যবহার করে সাধারণ যোগাযোগ এবং মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগ বা হাসপাতাল পরিচালনা ঠিক আছে। 
এর আগে গত সেপ্টেম্বর মাসে মাস্ক জানান, স্টারলিংক এমন ডিজাইন করা হয়েছে যাতে এটি শুধু শান্তিপূর্ণ কার্যক্রমে ব্যবহার করা যায়। এটি কোনো সামরিক সেবা নয়। এর টার্মস এন্ড কন্ডিশনেও এই কথা উল্লেখ আছে। স্টারলিংকের এরখন ২২০০ স্যাটেলাইট রয়েছে। যেখানে সাধারণ ইন্টারনেট কমিউনিকেশন সম্ভব না সেখানেও সেবা দিতে পারে স্টারলিংক। উল্লেখ্য, ইলন মাস্ক প্রথম থেকেই গণমাধ্যমে রাশিয়া সংক্রান্ত ইস্যুগুলোকে যেভাবে তুলে ধরা হচ্ছে তার সমালোচক ছিলেন। রাশিয়ার হ্যাকারদের নিয়ে পশ্চিমাদের উদ্বেগকেও বাড়াবাড়ি বলেন তিনি।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status