বিশ্বজমিন
গাজা নিয়ন্ত্রণে বছরে ইসরালের সম্ভাব্য সামরিক ব্যয় দাঁড়াবে ৫.৪ বিলিয়ন ডলার
মানবজমিন ডেস্ক
(৮ মাস আগে) ১৭ মে ২০২৪, শুক্রবার, ৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০৩ অপরাহ্ন
ফিলিস্তিনের গাজায় সামরিক শাসন চালালে ইসরাইলের বাৎসরিক ব্যয় দাঁড়াবে ৫ দশমিক ৪ বিলিয়ন ডলার। শুক্রবার বিভিন্ন সরকারি নথিপত্র উদ্ধৃত করে এ খবর প্রকাশ করেছে ইসরাইলের সংবাদমাধ্যম ডেইলি ইয়েদিওথ আহরনোথ।
এতে বলা হয়েছে, গাজা উপত্যকায় সামরিক শাসন প্রতিষ্ঠার আর্থিক হিসাব পর্যবেক্ষণ করে একটি নথি তৈরি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। ওই নথিতে উপত্যকাটিতে ইসরাইলের বাৎসরিক সম্ভাব্য সামরিক ব্যয় ধরা হয়েছে ২০ বিলিয়ন শেকেলস বা ৫ দশমিক ৪ (৫৪০ কোটি ডলার) বিলিয়ন ডলার। এর মধ্যে গাজায় অতিরিক্ত করিডোর নির্মাণেই ব্যয় হবে ৪০ দশমিক ৪ মিলিয়ন ডলার (৪ কোটি ৪০ লাখ ডলার)।
এছাড়া ইসরাইলকে গাজা পুনর্গঠনে ব্যয় করতে হবে বিশাল অংকের অর্থ। সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, গাজায় অতিরিক্ত ব্যয়ের মধ্যে গাজা উপত্যকার পুনর্গঠন অন্তর্ভুক্ত থাকবে। বিভিন্ন অবকাঠামো যেমন হাসপাতাল, বিদ্যালয় এবং রাস্তাঘাটের পাশাপাশি সামরিক সরকারের জন্য অবকাঠামো স্থাপনার ব্যয়ও ওই পরিসংখ্যানে যোগ হবে। গাজায় সামরিক শাসন চালাতে সেখানে তেল আবিবের ৪০০টির বেশি স্থাপনার প্রয়োজন। এছাড়া গাজায় ইসরাইলের সামরিক শক্তি স্থাপনে চারটি শক্তিশালী ঘাঁটি এবং একটি প্রতিরক্ষামূলক ডিভিশন স্থাপন করতে হবে। শক্তিশালী এসব স্থাপনার পাশাপাশি গাজায় উল্লেখযোগ্যভাবে সামরিক সেনাও বৃদ্ধি করতে হবে।
যদিও গাজার ভবিষ্যৎ নিয়ে এখনও স্পষ্ট কোনো বার্তা দেয়নি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিজেদের জন্য বড়রকমের হুমকি মনে করছে ইসরাইল। এ অবস্থায় তারা হামাসের হাতে গাজা ছেড়ে দেবে এমন সম্ভাবনাও খুব কম।