শরীর ও মন
ড্রাই কন্ডিশন রোগে ত্বকের চামড়া ফেটে গেলে
অধ্যাপক ডা. এস এম বখতিয়ার কামাল
১০ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
ইকথায়োসিস শব্দটি গ্রিক Ichthys শব্দ থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে মাছ। এটি এমন একটি রোগ যেখানে স্কিন ড্রাই বা শুষ্ক থাকে এবং দেখতে মাছের আঁশের মতো দেখায়। অনেক ধরনের ইকথায়োসিস আছে, তবে ৯৫% রোগী Ichthyosis Vulgaris ধরনের। রোগের তীব্রতা একেক রোগীর একেক রকম থাকে। কারও স্কিন হালকা ড্রাই বা শুষ্ক থাকে, কারও স্কিন কুৎসিত রকম মাছের আঁশের মতো কালো থাকে, কারও স্কিন ফেটে রক্ত ও আঠালো রস পড়তে থাকে। কারণঃ-১. জন্মগত বা বংশগত হতে পারে, ২. কিছু কিছু ওষুধ খেলে হতে পারে, ৩. শরীরের ভেতরের কিছু রোগের উপসর্গ হতে পারে জন্মগত বা বংশগত হতে পারে। Ichthyosis vulgaris প্রতি ১০০০ মানুষের মধ্যে ১ জন এই রোগে আক্রান্ত। বাবা অথবা মা থেকে এই রোগ সন্তানের মাঝে যায়। Recessive X-linked ichthyosis প্রতি ৬০০০ পুরুষের মধ্যে ১ জন এই রোগে আক্রান্ত। মা থেকে এই রোগ সন্তানের মাঝে যায় কিন্তু মায়ের এই রোগ থাকে না।
লেখক: হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ও চিফ কনসালট্যান্ট, কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার। যোগাযোগ- কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার বিটিআই সেন্ট্রা গ্র্যান্ড, ফার্মগেট গ্রীন রোড, ঢাকা। সেল- ০১৭১১৪৪০৫৫৮