ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

চান্দিনায় এবার এমপি অনুসারীদের ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

(১ বছর আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১১:১৫ পূর্বাহ্ন

চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজুল ইসলামের দুর্নীতির অভিযোগ সংক্রান্ত ‘কাগজপত্র দুদক থেকে ছিঁড়ে ফেলার বক্তব্য’ দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন চান্দিনার সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। এ ঘটনা ছিল গত ৪ঠা জানুয়ারির। এবার দলীয় কোন্দল ও আগামী সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রসঙ্গে এমপি অনুসারী কয়েকজনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ফেসবুক লাইভে আসা এমপি অনুসারীদের বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রয়াত এমপি অধ্যাপক আলী আশরাফকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠছে। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাথে স্থানীয় এমপি প্রাণ গোপাল দত্ত ও তার অনুসারীদের বিরোধ আরও চরম আকার ধারণ করেছে।  
দলীয় সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি চান্দিনার দোল্লাই নবাবপুর এলাকায় উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. গিয়াস উদ্দিনের শোকসভায় চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে নির্বাচনের মনোনয়ন প্রসঙ্গে টিটু তার বক্তব্যে বলেন, ‘ এটা ছিল উপনির্বাচন, সামনে কঠিন নির্বাচন হবে, তৃণমূলের বাইরে শেখ হাসিনা কখনো ডিসেশান নেন না, ২০২৪ সালের নির্বাচনেও নেবেন না, সেই নির্বাচনে আমরা মাঠে থাকবো-থাকবো।’

টিটুর এ বক্তব্যের একদিন পর চান্দিনা উপজেলা কৃষক লীগের সভাপতি মনির খন্দকার, মাইজখার ইউনিয়নের চেয়ারম্যান সেলিম প্রধান ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু , সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আলমকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে ফেসবুক লাইসে এসে বক্তব্য রাখেন। এতে প্রয়াত এমপি আলী আশরাফকে জড়িয়েও বিভিন্ন মন্তব্য করা হয়। আগামী নির্বাচনের মনোনয়ন প্রসঙ্গে  মনির খন্দকার লাইভে এসে বলেন, প্রধানমন্ত্রী ভুল করবেন না, আমার মনে হয় না টিটুকে নৌকার মনোনয়ন দেয়া হবে।’ টিটুকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘প্রাণ গোপাল এমপির বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তোমাকে দাঁতভাঙা জবাব দেয়া হবে।’ এমন মন্তব্যে বিষয়ে মনির খন্দকার সাংবাদিকদের বলেন, ‘টিটু এমপি প্রাণ গোপাল এমপি বিরুদ্ধে বক্তব্যের জবাবে আমি এসব কথা বলেছি।’ তবে মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে যিনি নৌকা পাবেন, তাঁর পক্ষে আমরা ঐক্যবদ্ধ থাকবো।’

ভাইরাল হওয়া বক্তব্যের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের প্রত্যেকটি সভায় আমরা স্থানীয় এমপি কে আমন্ত্রণ জানালেও তিনি আমাদেরকে (সভাপতি-সেক্রেটারী) কোন সভায় ডাকেন না। আমরা চাই সাংসদের সাথে দূরত্ব কমিয়ে আনতে, অপরদিকে তিনি (সাংসদ) চান দূরত্ব বাড়াতে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু বলেন, এমপি’র বেশ কয়েকজন অনুসারী তাঁরই নির্দেশেই ফেসবুক লাইভে এসে পরিকল্পিতভাবে দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রয়াত এমপি অধ্যাপক আলী আশরাফের বিরুদ্ধে মিথ্যাচার করে বক্তব্য দিয়ে দলের মধ্যে বিরোধ ও অস্থিরতা সৃষ্টি করছে।

বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দুদকের কাগজ ছিঁড়ে ফেলার কথা বলে একজন এমপি আওয়ামী লীগেরই ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তিনি (এমপি) দলে বিভক্তি সৃষ্টির পর ইউপি  ও জেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের পরাজয় বরণ করতে হয়েছে। মামলা-হামলার ভয়ে প্রায় সহস্রাধিক নেতাকর্মী ভয়ে বিদেশ চলে যেতে বাধ্য হয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে ডা. প্রাণ গোপাল এমপি বলেছেন, স্থানীয় নির্বাচনে তার হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই। এসব তথ্য সঠিক নয়। তিনি আরও বলেন, তিনি চান্দিনায় আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status