ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল যেন অনিয়ম-দুর্নীতির আখড়া। কর্মচারীদের বকশিস না দিলে ঘোরে না হুইলচেয়ার, ট্রলির চাকা। তবে হাসপাতালের এই অনিয়ম-দুর্নীতি নিয়ে রংপুরের এক বাসিন্দা দুদকের কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে গত ৫ই ফেব্রুয়ারি ঢাকা থেকে দুদক রংপুর সমন্বিত কার্যালয়কে সরজমিন তদন্ত করার নির্দেশনা দেয়া হয়। এরই প্রেক্ষিতে গতকাল দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি তদন্তে আসেন ৭ সদস্যের দুদকের দল। দুদক রংপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সাবদারুল ইসলাম, উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা, রুবেল হোসেনসহ দুদকের ৩ সদস্য। রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন বলেন, ঢাকা অফিস থেকে গত ৫ই ফেব্রুয়ারি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম-দুর্নীতি নিয়ে একটি অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে এ অভিযানে সেবা নিতে কর্মচারীদের বকশিস দিতে হয় এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সেইসঙ্গে ওয়ার্ডগুলোতে রোগীরা ঠিকমতো সেবা পাচ্ছে না। আমরা এসব বিষয় হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি। সেইসঙ্গে তদন্ত প্রতিবেদন আমরা ঢাকায় পাঠাবো।

বিজ্ঞাপন
এরপর হেড অফিসের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, হাসপাতালের বহিষ্কৃত কর্মচারী আশিকুর রহমান নয়নকে হাসপাতাল কর্তৃপক্ষ বহিষ্কার করলেও তিনি হাসপাতালে অবস্থান করে বিভিন্ন বিভাগের কাজে হস্তক্ষেপ করছেন। তাকে প্রতি রোববার ওয়ার্ড মাস্টারের কাছে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করার নির্দেশনা থাকলেও তিনি সেই নির্দেশনা ভঙ্গ করেছেন। সর্বশেষ সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন। নিজের প্রভাব বিস্তার করে হাজিরা খাতায় ছুটির দিনসহ সেপ্টেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত স্বাক্ষর করেছেন। সেপ্টেম্বর মাস ৩০ দিন হলেও হাজিরা খাতায় ৩১ দিনের স্বাক্ষর থাকায় বোঝা যায় হাসপাতালে তিনি কতোটা প্রভাব বিস্তার করে আছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আ.ম আখতারুজ্জামান বলেন, রোগীদের ট্রলিতে করে ওয়ার্ডে নিতে বকশিস দেয়া, হাসপাতালের চর্তুথ শ্রেণির কর্মচারীদের অনিয়ম এবং চিকিৎসা সেবায় গাফিলতির বিষয় নিয়ে দুদক কর্মকর্তারা বলেছেন। বকশিস নেয়াসহ অনিয়মগুলোর সত্যতা রয়েছে। আমরা অনিয়মগুলো দূর করার চেষ্টা করছি। এ হাসপাতালে আমি ও পরিচালক স্যার দু’জনই নতুন। আমি পরিচালক স্যারসহ অন্যদের নিয়ে বসে সমস্যাগুলো নিরসনে পদক্ষেপ গ্রহণ করবো। সেইসঙ্গে উত্তরাঞ্চলের মানুষদের চিকিৎসাসেবা নিতে হয়রানি কিংবা বখশিস দিতে না হয় সেটি নিশ্চিত করবো।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status