কলকাতা কথকতা
বলিউডে শাহরুখ, সালমানরা ছবি প্রতি পারিশ্রমিক কত নেন?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ৬ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

বলিউডে শাহরুখ খানের ছবি প্রতি পারিশ্রমিক একশ কোটি টাকা। এছাড়াও কোনও কোনও ছবির লাভের ৬০ শতাংশ টাকাই নিয়ে থাকেন তিনি। হলিউডের টম ক্রুজ, জর্জ ক্লুনি, রবার্ট ডি নিরোর থেকে কিং খানের বেশি সম্পদের রহস্য এখানেই। খিলাড়ি অক্ষয় কুমারও কম যান না। তিনি ছোটে মিয়া বড়ে মিয়া ছবির জন্য ১৩৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। আবার রামসেতুর জন্য নিয়েছেন ৫০ কোটি টাকা। সালমান খানের পারিশ্রমিক শাহরুখের মতোই- একশ কোটি টাকা। সুলতান ছবির জন্য এই পারিশ্রমিক নিয়েছিলেন সালমান। কিন্তু, টাইগার জিন্দা হ্যায় ছবিতে ফিজ নেন তিনি ১৩৫ কোটি টাকা। ছবির লাভের ৬০-৭০ শতাংশও নিয়ে থাকেন তিনি।
আমির খান ছবি করেন বেছে বেছে।
অজয় দেবগন ছবি পিছু নেন ৬০-১২০ কোটি টাকা। হৃতিক রোশন নেন ১০০-১২০ কোটি টাকা। এই স্টারদের অবশ্য শাহরুখ-সালমানের মতো লাভের ভাগ দিতে হয় না।