কলকাতা কথকতা
আবার এক ফুল দো মালির কিসসা, বৈশাখীর মাথায় সিঁদুর কেন? প্রশ্ন রত্নার
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ৫:৪৮ অপরাহ্ন
ওর তো ডিভোর্স হয়ে গেছে। তাও মাথায় এক খাবলা সিঁদুর দিয়ে শোভন বাবুর পিছনে পিছনে ঘুরছে। ছেলেধরা একটা। বিবাহ বিচ্ছেদ মামলায় এসে বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের এহেন মন্তব্যে ঝড় উঠে গেছে। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ -এর মামলা চলছে আলিপুর কোর্টে। সেখানে এসেই বৈশাখীকে দেখে রত্নার এই মন্তব্য। রত্না আরও বলেন, নিজের মেয়েকে শিখিয়েছেন বৈশাখী শোভন বাবুকে বাবা বলে ডাকতে। এ কেমন নির্লজ্জতা! শোভন চট্টোপাধ্যায় প্রত্যুত্তর দিয়েছেন এইভাবে- বৈশাখীকে সিঁদুর পরতে বলেছি আমি। আর ছেলেধরা? বাইশ বছরের দাম্পত্যের পর আমি বুঝতে পারি কী ধরণের ছেলে ধরার পাল্লায় পড়েছি। মুখ খুললে বিপদ আছে। শোভন চট্টোপাধ্যায়ের এই কথা সম্ভবত সোপ অপেরার পরের পর্বের যবনিকা ওঠার ইঙ্গিত।