বাংলারজমিন
চাঁপাই নবাবগঞ্জ-৩ উপনির্বাচনের
স্বতন্ত্র প্রার্থী লিটনের দাবি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
চাঁপাই নবাবগঞ্জ-৩ (সদর) আসনে উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক লিটন বলেছেন, সরকার ও নির্বাচন কমিশনের যে উদ্যোগগুলো দেখেছি, তাতে আমার ধারণা ছিল সরকার ও নির্বাচন কমিশন সমন্বয় করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছে। এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর আমি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছি। তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা জানিয়েছিলেন। আমি আস্থা রেখে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কয়েকদিন আগে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা চাঁপাই নবাবগঞ্জে এসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মিটিং করেছেন। সেখানেও একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছেন। সোমবার বিকালে শহরের বাতেন খাঁর মোড়ের প্রধান নির্বাচনী অফিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন অভিযোগ করে বলেন, রোববার রাত ৯টার পর থেকে গভীর রাত পর্যন্ত আমার ১৫টি নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। নির্বাচনে প্রভাব বিস্তার করতে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন এটা করেছেন। দলীয় প্রভাব খাটিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।