বাংলারজমিন
চাঁপাই নবাবগঞ্জ-৩ উপনির্বাচনের
স্বতন্ত্র প্রার্থী লিটনের দাবি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
চাঁপাই নবাবগঞ্জ-৩ (সদর) আসনে উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক লিটন বলেছেন, সরকার ও নির্বাচন কমিশনের যে উদ্যোগগুলো দেখেছি, তাতে আমার ধারণা ছিল সরকার ও নির্বাচন কমিশন সমন্বয় করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছে। এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর আমি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছি। তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা জানিয়েছিলেন। আমি আস্থা রেখে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কয়েকদিন আগে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা চাঁপাই নবাবগঞ্জে এসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মিটিং করেছেন। সেখানেও একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছেন। সোমবার বিকালে শহরের বাতেন খাঁর মোড়ের প্রধান নির্বাচনী অফিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন অভিযোগ করে বলেন, রোববার রাত ৯টার পর থেকে গভীর রাত পর্যন্ত আমার ১৫টি নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। নির্বাচনে প্রভাব বিস্তার করতে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন এটা করেছেন। দলীয় প্রভাব খাটিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে প্রত্যক্ষদর্শীরা ভাঙচুরকারী যুবলীগ-ছাত্রলীগ নেতাদের নাম বলেছেন। তার দাবি- নির্বাচনের পরিবেশ ভালোই ছিল। কিন্তু গত রোববার আমার ১৫টি নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজকে (সোমবার) আমার এক কর্মীকে মারধর করা হয়েছে। এসব ঘটনা নির্বাচনী পরিবেশ খারাপের দিকে যাওয়ার ইঙ্গিত। আমার নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে সুষ্ঠু ভোট নিয়ে ভোটাররা শঙ্কিত। তবে প্রশাসনের প্রতি আমার আস্থা আছে নিশ্চয় তারা নির্বাচনী পরিবেশ ঠিক করবেন। সামিউল হক লিটন বলেন, আমি গুণ্ডা বানায় না, গুণ্ডা পালিও না। আমি গুণ্ডামি-মাস্তানি পছন্দও করি না। মাস্তানি-গুণ্ডামি কারা করে সেটা সবাই জানে। সাংবাদিকদের অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাসীরা আমার অফিস ভেঙেছে তারা আমাকে শারীরিকভাবে আঘাত করতেও পারে। এটা অস্বাভাবিক কিছু না। আমি এই বিষয়টিও রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। রিটার্নিং কর্মকর্তা বলেছেন, আস্থা রাখেন আমার প্রতি। আর কোনো বিশৃঙ্খলা হতে দেবো না। তিনি বলেন, স্বতন্ত্র মানে আমি সবার। সব দল ও মতের মানুষের ভোট প্রত্যাশী। যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হয় আমি জয়ের ব্যাপারে আশাবাদী।