বাংলারজমিন
কুমিল্লায় ১১৩৬ বোতল মদসহ আটক ১
সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
কুমিল্লা সদর দক্ষিণে পিকআপ ভ্যান-এর ভিতরে পুরাতন এসি পরিবহনের আড়ালে ১১৩৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা র্যাব সিপিবি-২। গতকাল সকালে সদর দক্ষিণ উপজেলার টমসম ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র্যাব সিপিবি-২ এর কমান্ডার নাজমুস সাকিব। আটককৃত আসামি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সিংহারিয়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে সজিব মিয়া (২৭)। সাকিব জানান, সবুজ ছেলেটি দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মদসহ অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।