বাংলারজমিন
বিস্ফোরক ও অস্ত্র মামলা
সাতক্ষীরার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে আমানের সাফাই সাক্ষ্য
সাতক্ষীরা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবারবিস্ফোরক ও অস্ত্র মামলায় সাফাই সাক্ষ্য দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমানসহ দুইজন। সোমবার সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা মামলার আসামি সাবেক এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে তিনি এ সাক্ষ্য প্রদান করেন। সাতক্ষীরা জেলা জজ আদালতের পিপি এডভোকেট আব্দুল লতিব জানান, ২০০২ সালে ৩০শে আগস্ট কলারোয়া উপজেলা সদরে বিএনপি’র অফিসের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। সেখানে বোমা ও গুলি ছোড়া হয়। এ ঘটনায় ৪৯ জনের নামে চার্জশিট দেয় পুলিশ। সোমবার আসামিদের আদালতে নিয়ে আসা হয়। এ দিন সাফাই সাক্ষ্যের দিন ধার্য ছিল আসামি হাবিবুল ইসলাম হাবিব ও গোলাম রসুলের পক্ষে। হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে সাফাই সাক্ষ্য দেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান। বিএনপি’র কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান সাংবাদিকদের জানান, ঘটনার দিন হাবিবুল ইসলাম হাবিব তার সঙ্গে ঢাকায় বিএনপি’র অফিসে ছিলেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসানো হয়েছে।