বাংলারজমিন
মুজিবনগর উপজেলা জামায়াতের আমীরসহ আটক ২
মেহেরপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৩, বুধবারমেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর খানজাহান আলীসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জামায়াতের স্থানীয় নেতা মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের আজিল শেখের ছেলে হাবিবুর রহমান। উপজেলার গোপালনগর গ্রামে নাশকতা করার পরিকল্পনার সময় তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশের একটি দল। সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে অভিযান চালিয়ে মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, টাকা আদায়ের রশিদ, রেজিস্টার উদ্ধার করা হয়। মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলায় এজাহার নামীয় ২ জন ও অজ্ঞাতনামা আরও ২১-২২ জনকে আসামি করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার রুজু করে মেহেরপুর আদালতের প্রেরণ করা হয়েছে।
পাঠকের মতামত
অবৈধ আওয়ামী হায়েনা সরকারের রাষ্ট্রের জনগণের সুখ দুখ সুবিধা অসুবিধা ভাল মন্দ আপদ বিপদ নিয়ে যত না চিন্তিত তার চেয়ে ঢের বেশি চিন্তিত কখন ক্ষমতা চলে যায় কখন ক্ষমতার তখতে তাউস ভেঙ্গে পড়ে কখন ক্ষমতার দানব নিজেদেরকে গ্রাস করে ফেলে সেই আতংক থেকেই জামায়াত শিবিরকে যখন তখন যেখান সেখান থেকে ভুয়া মিথ্যা বানোয়াট সাজানো অভিযোগে গ্রেফতার রিমান্ড মামলার জালে আবদ্ধ করা হয়। জামায়াত যেন মরণঘাতি ভাইরাস হয়ে দেখা দিয়েছে আওয়ামী রক্ত কণিকায়। তাই জামায়াত নেতা কর্মীরা অপরাধ নয় জনগনের কল্যাণে দেশোর কল্যাণে জাতির কল্যাণে কাজ করলেও তারা হয় রাষ্ট্রবিরোধি জঘণ্য অপরাধি! পক্ষান্তরে ভয়াবহ সন্ত্রাস লুট দখল অবিচার ধর্ষণ অর্থপাচার করেও হয় দেশপ্রেমিক সাধু থাকে কারাগারের বাহিরে মুক্ত আকাশের নিচে। এই হলো আওয়ামী সুশাসন স্বৈরশাসন নয়!