বিনোদন
চার বছর সেন্সরে আটকে ‘শনিবার বিকেল’ ফারুকী বললেন, ‘অনেক হয়েছে’
স্টাফ রিপোর্টার
১৪ জানুয়ারি ২০২৩, শনিবার
সেন্সর বোর্ডে ৪ বছর ধরে আটকে আছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি। এ নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এর মধ্যেই সিনেমাটি নিয়ে সেন্সর বোর্ডের আপিল কমিটির শুনানির দিন ধার্য করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২১শে জানুয়ারি শুনানি হওয়ার কথা রয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। এদিন সিনেমার নির্মাতা-প্রযোজকের বক্তব্য শুনবেন আপিল কমিটির সদস্যরা, তার আলোকে সিনেমাটি নিয়ে মতামত জানাবে আপিল কমিটি। মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠিত ৭ সদস্যের সেন্সর আপিল কমিটিতে সংসদ সদস্য ও বিশিষ্ট অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম, অভিনেত্রী সুচরিতা ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত সদস্য হিসেবে এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে রয়েছেন। এর আগে ১৫ সদস্যের সেন্সর বোর্ড ২০১৯ সালে সর্বসম্মতিক্রমে সিনেমাটি প্রদর্শনের উপযোগী নয় বলে মত দিয়েছিল। গত বছরের আগস্টে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আপিল শুনানির আবেদন করে। ফারুকীসহ কয়েকজন চলচ্চিত্র নির্মাতা সিনেমাটি নিয়ে সাক্ষাৎকারও দেন। সম্প্রতি ফারুকী তার ফেসবুক পোস্টে লিখেছেন, শুধু এটুকুই বলতে চাই, অনেক হয়েছে! এবার ক্ষান্ত দেই আসেন। শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। কারণ আমরা শাকও চিনি, লুকিয়ে থাকা মাছও চিনি। আর কোনো কথা নাই। দাবি একটাই। ‘ফারাজ’ মুক্তির আগেই ‘শনিবার বিকেল’র মুক্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশের ফিল্মমেকার, শিল্পী, সবেচেয়ে বড় কথা আমাদের সবার আত্মমর্যাদার প্রশ্ন। অন্য একটি পোস্টে ফারুকী প্রশ্ন রেখে বলেন, ‘শনিবার বিকেলে’র প্রথম সেন্সর প্রদর্শনীর পর সেন্সর বোর্ড ছবির প্রশংসা করে বলেছেন দ্রুত সার্টিফিকেট দেবেন। কার ইশারায় এটার দ্বিতীয় প্রদর্শনী হলো, সেটার তদন্ত কি কোনোদিন
হবে না?