ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

শরীর ও মন

দীর্ঘমেয়াদি পরিপাকতন্ত্রের প্রদাহজনিত রোগ হলে

ডা. মোহাম্মদ তানভীর জালাল
১৩ জানুয়ারি ২০২৩, শুক্রবার

পরিপাকতন্ত্রের প্রদাহজনিত রোগকে মেডিকেলের পরিভাষায়  ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ  বলা হয়। রোগটির কারণ এখন পর্যন্ত পুরোপুরি জানা সম্ভব  হয়নি। তবে কিছু জিনগত ও পরিবেশগত বিষয়কে এর জন্য দায়ী বলে মনে করা হয়। বর্তমানে আমাদের দেশেও এই রোগে আক্রান্তের হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
প্রকার
এই রোগ সাধারণত  দুই ধরনের হয়ে থাকে। একটি হলো ক্রোনস ডিজিজ, অপরটি আলসারেটিভ কোলাইটিস। ক্রোনস ডিজিজ মুখ থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত পরিপাকতন্ত্রের যেকোনো অংশকে আক্রান্ত করতে পারে বা হয়ে থাকে। অপরদিকে আলসারেটিভ কোলাইটিস শুধু কোলন বা বৃহদান্ত্রের রোগ।
লক্ষণসমূহ
দীর্ঘমেয়াদি পেটে ব্যথা, পাতলা পায়খানা, রক্তমিশ্রিত পায়খানা, বদহজম, ওজন কমে যাওয়া ।
অনেক সময় জটিলতায় অন্ত্র সরু হয়ে গিয়ে পেট ফুলে যেতে পারে। কখনো কখনো অন্ত্র ছিদ্র হয়ে প্রচণ্ড পেটে ব্যথা  হয়ে থাকে। 
অনেকের  মলদ্বারের ফিস্টুলা ও অন্ত্রের ফিস্টুলাও হয়ে থাকে।
আর আলসারেটিভ কোলাইটিসে দীর্ঘমেয়াদি রক্তমিশ্রিত পাতলা পায়খানা, তলপেটে ব্যথা ইত্যাদি উপসর্গ লক্ষণীয়। মলদ্বারে মারাত্মক রক্তক্ষরণ, পেট ফুলে যাওয়া ইত্যাদি সমস্যা হয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। 
এইসব রোগীদের অনেক সময় মুখ, চোখ ও চামড়ায় প্রদাহজনিত সমস্যাও হতে পারে।
পরীক্ষা
রক্ত ও মলের কিছু বিশেষ পরীক্ষার পাশাপাশি এন্ডোস্কপি, কোলনোস্কপি ও এন্টেরোস্কপি পরীক্ষা করার প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে পেটের সিটি স্ক্যান এবং এমআরআই পরীক্ষা  করতে হয়।
কিছু রোগীর অন্ত্রের অপারেশন করার পর বায়োপসি পরীক্ষায় রোগ শনাক্ত  করা হয়।
ট্রিটমেন্ট
নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন ও নিয়ন্ত্রিত জীবনযাপনের পাশাপাশি কাউন্সেলিং রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কখনো কখনো আইবিডি রোগের চিকিৎসায় অপারেশনের প্রয়োজন হতে পারে।
বিশেষ কিছু ক্ষেত্রে চিকিৎসা ব্যয়বহুল হতে পারে ।
এই ধরনের চিকিৎসায় বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে হয় ও রোগ নিয়ে কোনো হেলাফেলা করতে নেই।
লেখক: কলোরেক্টাল, ল্যাপারোস্কপিক ও জেনারেল সার্জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

বিজ্ঞাপন
চেম্বার: ১৯, গ্রীন রোড, একে কমপ্লেক্স, লিফ্ট-৪, ঢাকা। 
যোগাযোগ: ০১৭১২-৯৬৫০০৯

 

শরীর ও মন থেকে আরও পড়ুন

আরও খবর

   

শরীর ও মন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status