ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

শরীর ও মন

ল্যাপারোস্কপিক সার্জারির পর করণীয়

ডা. মোহাম্মদ তানভীর জালাল
১১ জানুয়ারি ২০২৩, বুধবারmzamin

পেট না কেটে কয়েকটি ছিদ্র করেই যে শল্যচিকিৎসা করা হয়  এটিই বর্তমানে বহুল পরিচিত ল্যাপারোস্কপিক সার্জারি। আর এই চিকিৎসাটিকে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অন্যতম বা একটি যুগান্তকারী চিকিৎসা হিসেবে  অবহিত করা হয়। এই পদ্ধতি অবলম্বনে শল্যচিকিৎসা করা হলে রোগীকে খুব বেশিদিন হাসপাতালে থাকতে হয় না। ব্যথাও কম হয়, হাসপাতাল থেকে বাসায় ফেরার পরের জীবনেও তেমন বড় ধরনের প্রভাব পড়ে না, রোগী দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। শল্যচিকিৎসা পরবর্তী সময়ে জটিলতার ঝুঁকিও কম থাকে, আবার অনেক রোগী কমফোর্ট বা আরামবোধ করেন। সাধারণত ল্যাপারোস্কপি শল্যচিকিৎসায়ও বাড়ি ফেরার পর রোগীকে বেশ কিছুদিন কিছু নিয়মকানুন মেনে চলতে হয়।  কেননা  অবহেলা থেকে তৈরি হতে পারে বেশ জটিলতা। পেটের ছিদ্রগুলো সঠিকভাবে নিরাময় না হয়ে থাকলে হতে পারে হার্নিয়া (পেটের ভেতর থেকে অন্ত্রের কোনো অংশ বেরিয়ে আসা) বা জীবাণুর সংক্রমণের মতো সমস্যা। তাই এই চিকিৎসাপদ্ধতি অপেক্ষাকৃত সহজ হলেও হতে হবে যত্নবান।  

যেসব রোগের  জন্য ল্যাপারোস্কপিক শল্যচিকিৎসা:

 সাধারণত পিত্তথলিতে পাথর, অ্যাপেন্ডিসাইটিস, ডিম্বাশয়ে সিস্ট ইত্যাদি সহজেই এই পদ্ধতিতে অপসারণ করা সম্ভব।

বিজ্ঞাপন
এই প্রক্রিয়ায় হার্নিয়ার চিকিৎসাও করানো সম্ভব। বন্ধ্যত্বের কারণ খুঁজে বের করার জন্যও ল্যাপারোস্কপিক প্রযুক্তি কাজে লাগানো হয়। 

ল্যাপারোস্কপিক পদ্ধতি সম্পন্ন হওয়ার পর যেসব বিষয়ে যত্নবান হতে হবে:

 ক্ষতস্থান শুষ্ক ও পরিষ্কার রাখতে হবে। চিকিৎসকের বেঁধে দেওয়া সময় পর্যন্ত ক্ষতস্থান ভেজানো যাবে না, সে বিষয়ক নির্দেশনা মেনে চলুন। তবে মাথা ও শরীরের অন্যান্য অংশ ভেজানো এবং পরিষ্কার রাখার বিষয়েও যত্নশীল থাকুন। # ভিটামিন সি-ক্ষত নিরাময়ে সাহায্য করে। তাই লেবু ও অন্যান্য টক ফল খেতে হবে। তবে মনে রাখবেন, উত্তাপে ভিটামিন সি-নষ্ট হয়ে যায়। তাই রান্না করা বা চুলায় দেওয়া টক ফল (যেমন চাটনি) কাজে আসবে না। # ১-২ সপ্তাহ বিশ্রাম নেয়ার নির্দেশনা দেয়া হয়ে থাকে। সেটিও মেনে চলুন। # ভারী কাজ এবং ওজনদার কিছু তোলা থেকে বিরত থাকুন তিন মাস পর্যন্ত। # যেসব ওষুধ সেবনের নির্দেশ দেওয়া হয়, সেগুলো সেবন করুন নিয়মমাফিক। # পাতলা পায়খানা, ব্যথা, জ্বর বা অন্য কোনো সমস্যা দেখা দিলে নিজে নিজে সেটি সমাধানের চেষ্টা না করে সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ  নিয়ে চলুন। # ডায়াবেটিস থাকলে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। # এবং অবশ্যই চিকিৎসকের প্রেসক্রিপশন মেনে চলুন। 

লেখক: কলোরেক্টাল, ল্যাপারোস্কপিক ও জেনারেল সার্জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা। চেম্বার: ১৯, গ্রীন রোড, একে কমপ্লেক্স, লিফ্‌ট-৪, ঢাকা।  যোগাযোগ: ০১৭১২-৯৬৫০০৯

শরীর ও মন থেকে আরও পড়ুন

শরীর ও মন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status