ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

দেশে অমিক্রনের নতুন উপ-ধরন

স্টাফ রিপোর্টার
২ জানুয়ারি ২০২৩, সোমবার
mzamin

দেশে অমিক্রনের নতুন উপ-ধরন শনাক্ত হয়েছে। করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের উপ-ধরন বিএফ.৭ চীন থেকে আসা একজনের শরীরে শনাক্ত হয়। গত  সপ্তাহে চীন থেকে আসা চার জনের নমুনা নেয়া হয়েছিল। এদের মধ্যে একজনের শরীরে নতুন ধরন অমিক্রন বিএফ.৭ শনাক্ত হওয়ার খবর দেয় আইইডিসিআর। গতকাল মানবজমিনকে এই তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন। তিনি বলেছেন, নতুন উপধরনটি অনেক বেশি সংক্রামক। ডা. তাহমিনা শিরিন বলেন, দেশে অমিক্রনের নতুন উপধরন বিএফ.৭-এর সংক্রমণ পাওয়া গেছে। প্রথম দফায় আসা চার জনের মধ্যে একজনের নমুনায় নতুন উপধরন পেয়েছি। আক্রান্ত ব্যক্তি আইসোলেশনে এবং সুস্থ রয়েছেন।
এর আগে গত ২৬শে ডিসেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন ১০৫ জন যাত্রী। যেখানে চীনসহ অন্যান্য দেশের নাগরিকরা ছিলেন।

বিজ্ঞাপন
এ সময় বেশ কয়েকজনের শারীরিক নানা উপসর্গ দেখে সন্দেহ হলে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এতে চার জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের শারীরিক নানা উপসর্গ দেখে নতুন উপধরনের শিকার বলে সন্দেহ জাগে স্বাস্থ্য কর্মকর্তাদের। পরে ওই দিনই নমুনা সংগ্রহ করে আইইডিসিআর। একই সঙ্গে তাদের রাজধানীর মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়।
নতুন ধরন নিয়ে সতর্কতা, প্রস্তুতি: মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালসহ প্রতিটি হাসপাতালকেই প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে একেবারে কমে এসেছে করোনা সংক্রমণ। তবে শঙ্কায় ফেলছে শনাক্ত হওয়া নতুন চীনা ধরন। যার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে মনে করছে সরকার। এ জন্য সর্বোচ্চ সতর্ক হয়ে হাসপাতাল প্রস্তুত রাখাসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। 
অমিক্রনের নতুন উপধরন বিএফ.৭-এর প্রভাবে বিভিন্ন দেশে আবারো বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এ কারণে বাংলাদেশেও আশঙ্কা তৈরি হচ্ছে। এই অবস্থায় স্থল, নৌ ও বিমানবন্দরে সন্দেহজনক যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদারের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি চীন ও ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন উপধরনের সংক্রমণ দেখা দিয়েছে। জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে, এসব দেশে অমিক্রন বিএফ.৭ উপধরনের কারণে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রতিবেশী দেশসমূহে সংক্রমণ বাড়লে বাংলাদেশেও সেই সংক্রমণের আশঙ্কা থাকে। অধিদপ্তর বলছে, অমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ অত্যন্ত সংক্রামক। এর সংক্রমণ রুখতে এবং দেশের জনগোষ্ঠীর সুরক্ষার জন্য দেশের নৌ, স্থল ও আন্তর্জাতিক বিমান বন্দরগুলোতে সতর্কতা জারি এবং স্বাস্থ্যবিধি মানাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই ভাইরাস যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল ও জার্মানিসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদার করতে হবে। এমতাবস্থায় এসব দেশ থেকে আসা সন্দেহজনক যাত্রীদের আইএইচআর হেলথ ডেস্কের সহায়তায় স্বাস্থ্য পরীক্ষা নিবিড়ভাবে পরিচালনার জন্য নির্দেশ দেয়া হলো। 
সিভিল সার্জনদেরকে দেয়া নির্দেশনায় আরও বলা হয়, জেলার পয়েন্টস অব এন্ট্রিগুলোতে স্থাপিত ডিজিটাল থার্মাল স্ক্যানার ও ইনফ্রা রেড হ্যান্ড হেল্ড থার্মোমিটার কার্যকর রাখতে হবে। নৌ, স্থল ও বিমানবন্দরে আসা সন্দেহজনক যাত্রীদের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করতে হবে। সেই সঙ্গে রিস্ক কমিউনিকেশন কার্যক্রম জোরদার করার জন্য অনুরোধ করা হলো।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status