ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে দুই আর্জেন্টাইন

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার, ১:১২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৭ পূর্বাহ্ন

mzamin

ব্রাজিলের দায়িত্ব ছেড়েছেন প্রধান কোচ তিতে। ফরাসি গণমাধ্যম লেকিপের দাবি, নেইমারদের নতুন কোচ হওয়ার প্রতিযোগিতায় রয়েছেন দুই আর্জেন্টাইন।

কাতার বিশ্বকাপ শুরুর আগেই তিতে জানিয়েছিলেন আসর শেষে ব্রাজিলের দায়িত্ব ছাড়বেন তিনি। আর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর কথা মতো চাকরি ছেড়ে দেন তিতে। লেকিপ জানিয়েছে, ব্রাজিলের নতুন কোচ হওয়ার দৌড়ে থাকা দুই আর্জেন্টাইন হলেন- মার্সেলো গালার্দো এবং মাউরিসিও পচেত্তিনো। দুজনই এই মুহূর্তে দলহীন রয়েছেন। পচেত্তিনো এবং গালার্দো উভয়েই খেলোয়াড়ি জীবনের বড় একটা অংশ ফ্রান্সে কাটিয়েছেন। পচেত্তিনো তো ফরাসি লিগ ওয়ানের সেরা দল প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচও ছিলেন। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লীগের দল টটেনহ্যাম হটস্পার, সাউদাম্পটনকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ৫০ বছর বয়সী পচেত্তিনোর। দীর্ঘ ৮ বছর আর্জেন্টিনার অন্যতম সেরা ক্লাব রিভার প্লেটের দায়িত্বে ছিলেন ৪৬ বছর বয়সী গালার্দো।
সেলেসাওদের সম্ভাব্য নতুন কোচের তালিকায় রয়েছেন ফরাসি ফুটবল গ্রেট জিনেদিন জিদান এবং স্পেশালওয়ান খ্যাত হোসে মরিনহোও। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত দুই দফায় রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করা জিদান আপাতত কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ নেই।

বিজ্ঞাপন
রিয়ালকে টানা তিনটি চ্যাম্পিয়নস লীগ জিতিয়েছেন তিনি। কোচিং ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পারের মতো বড় দলের ডাগআউট সামলেছেন মরিনহো। ২০২১ সালে ইতালিয়ান সিরি’আর দল এএস রোমায় যোগ দেন তিনি। 

লেকিপের প্রতিবেদনে বলা হয়, কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ) বিদেশি কোচ নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে। সিবিএফ এমন কোচ খুঁজছে, যারা এই মুহূর্তে কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ নন। অভিজ্ঞতার বিষয়টিকেও প্রাধান্য দেয়া হচ্ছে। আগামী ১০ই জানুয়ারির মধ্যে নতুন কোচ নিয়োগ দেবে সিবিএফ।

এই চার জনের মধ্যে যদি কেউ ব্রাজিলের কোচ হয়, তবে অনন্য নজির গড়বেন তিনি। মাত্র চতুর্থ বিদেশি কোচ হিসেবে সেলেসাওদের দায়িত্ব পালন করবেন তিনি। নিজেদের ফুটবল ইতিহাসে মাত্র তিনবার বিদেশি কোচের অধীনে খেলেছে ব্রাজিল। ১৯২৫ সালে চার ম্যাচে দলটির কোচ ছিলেন উরুগুইয়ান র‌্যামন প্লাতেরো। ১৯৪০ সালের দিকে দুটো প্রীতি ম্যাচে ব্রাজিলের ডাগআউট সামলেছিলেন পর্তুগালের জোরেকা। আর সবশেষ ১৯৬৫ সালে আর্জেন্টাইন কোচ ফিলপো নুনিয়েজের অধীনে একটি প্রদর্শনী ম্যাচে খেলেছিল দলটি।

বিদেশিদের নিয়োগ দেয়ার বিষয়টিকে ভালো চোখে দেখেন না ব্রাজিলের সাবেক ফুটবলার রিভালদো। তার মতে, এটি নিজেদের দেশের কোচদের অসম্মান করা।  কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে রিভালদো বলেন, ‘আমাদের দলের জন্য বিদেশি কোচ নিয়ে আসা ব্রাজিলিয়ানদের জন্য অসম্মানজনক। আমি মনে করি, আমাদের এমন কোচ আছে, যারা ব্রাজিল দলের দায়িত্ব নিতে এবং ভালোভাবে কাজ করতে সক্ষম। বিদেশি কোচ আনা মানেই আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি না।’

তবে রিভালদোর সঙ্গে একমত নন রোনাল্ডো নাজারিও। তিনি বলেন, ‘আমি ব্রাজিলের কোচ হিসেবে পেপ গার্দিওলা, কার্লো আনচেলত্তি এবং হোসে মরিনহোর মতো কোচকে পছন্দ করব।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status